দুর্দান্ত সাকিব-তাসকিনে গুড়িয়ে গেল দক্ষিণ আফ্রিকা টপ অর্ডার
স্পোর্টস ডেস্ক
১০ জুন ২০২৪ ২১:০৩ | আপডেট: ১০ জুন ২০২৪ ২১:০৫
১০ জুন ২০২৪ ২১:০৩ | আপডেট: ১০ জুন ২০২৪ ২১:০৫
টসে হেরে বোলিংয়ে নেমে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ। তানজিম সাকিবের তিন উইকেট ও তাসকিন আহমেদের এক উইকেটে গুড়িয়ে গেছে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার। ২৪ রানের মাঝে ৪ উইকেট হারিয়ে কাঁপছে দক্ষিণ আফ্রিকা।
প্রথম ওভারে ডি ককের দারুণ শুরুর পর পঞ্চম বলে হেনড্রিকসকে ফিরিয়ে শুরটা করেন তানজিম সাকিব। পরের ওভারেই কুইন্টন ডি কককে ফেরান তিনি। এই ওভারে মেইডেনও পেয়েছেন সাকিব।
এরপর তাসকিনের দারুণ এক ডেলিভারিতে প্যাভিলিয়নে ফেরেন মার্করামও। নিজের তৃতীয় ওভারে স্টাবসকে ফিরিয়ে ম্যাচে নিজের তৃতীয় উইকেট পান সাকিব। ২৪ রানে ৪ উইকেট হারিয়ে তখন রীতিমত ধুঁকছে আফ্রিকা। ক্রিজে আছেন হেনরিক ক্লাসেন ও ডেভিড মিলার।
সারাবাংলা/এফএম