তানজিম সাকিবের জোড়া আঘাতে ধুঁকছে দক্ষিণ আফ্রিকা
১০ জুন ২০২৪ ২০:৪৯ | আপডেট: ১০ জুন ২০২৪ ২০:৫৯
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে হেরে বোলিংয়ে নেমেছে বাংলাদেশ। নিউইয়র্কে ফিল্ডিংয়ে নেমে পেসার তানজিম সাকিবের জোড়া আঘাতে দুর্দান্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। ২ ওভারে রেজা হেনড্রিকস ও কুইন্টন ডি কককে ফিরিয়ে প্রোটিয়াদের দুই উইকেট তুলে নিয়েছেন সাকিব। নিজের তৃতীয় ওভারে সাকিব ফিরিয়েছেন ট্রিসটান স্টাবসকেও। তাসকিনও উইকেট পেয়েছেন। সব মিলিয়ে ২৪ রানে ৪ উইকেট হারিয়ে রীতিমত কাঁপছে দক্ষিণ আফ্রিকা।
ইনিংসের শুরুটা চার, ছক্কায় দারুণভাবেই করেছিলেন ডি কক। তবে প্রথম ওভারের পঞ্চম বলেই রেজ হেনড্রিকসে ফিরিয়ে প্রথম আঘাহ হানেন সাকিব। শূন্য রানে এলবিডব্লিউ হয়ে ফেরেন হেনড্রিকস। পরের ওভারেই ডি কককেও প্যাভিলিয়নে ফেরান সাকিব। ১১ বলে ১৮ রান করা ডি কক হয়েছেন বোল্ড।
দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এইডেন মার্করামও বেশিক্ষণ টিকতে পারেননি। ৪ রান করে তিনিও তাসকিনের বলে বোল্ড হয়েই ফিরেছেন। পরের ওভারেই সাকিবের দারুণ এক ক্যাচে তানজিম সাকিবের তৃতীয় শিকাআর স্টাবস। ২৪ রানে ৪ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছে প্রোটিয়ারা।
সারাবাংলা/এফএম