Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাল পার হতে গিয়ে স্রোতে তলিয়ে গেল নানি-নাতি

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৪ ২০:১২ | আপডেট: ১১ জুন ২০২৪ ০১:৩৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় হেঁটে খাল পার হতে গিয়ে স্রোতে তলিয়ে গেছেন এক নারী ও শিশু। ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় চার ঘণ্টা চেষ্টা করেও তাদের সন্ধান পায়নি।

সোমবার (১০ জুন) বেলা ১২টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের শিয়ালবুক্কা গ্রামে ‘শিয়ালবুক্ক খালে’ এ ঘটনা ঘটেছে।

তলিয়ে যাওয়া দু’জন হলেন- রোকেয়া বেগম (৫০) ও তার নাতি মোহাম্মদ ইসমাইল (৮)। রোকেয়া বেগম শিয়ালবুক্কা গ্রামের আব্দুল জলিলের স্ত্রী। ইসমাইল তার মেয়ের ঘরের নাতি। রাঙ্গামাটি থেকে সে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

এদিন দুপুরে শিয়ালবুক্কা গ্রাম থেকে খালের অপর প্রান্তে খীলাটিলা গ্রামে নিজেদের গরুর খামারে যাওয়ার জন্য নানি ও নাতি রওনা দেন। হেঁটে পার হওয়ার জন্য খালে নামার পর প্রচণ্ড স্রোতে তারা তলিয়ে যায়। খবর পেয়ে রাঙ্গামাটি থেকে দুপুর ২টার দিকে সেখানে গিয়ে তল্লাশি শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ডুবুরি দলের ইনচার্জ নুরুল হুদা সারাবাংলাকে বলেন, ‘আমরা সন্ধ্যা ৬টা পর্যন্ত ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার উজানে ইছামতী নদীর সংযোগস্থল পর্যন্ত তল্লাশি করেছি। তাদের পাওয়া যায়নি। সকালে রাঙ্গুনিয়ায় বৃষ্টি হয়েছে। পাহাড়ি ঢলের কারণে খালে প্রচণ্ড স্রোত। এখানে একজন মানুষের মাথা পর্যন্ত উচ্চতা থেকেও বেশি পরিমাণে পানি প্রবাহিত হচ্ছে। এ জন্য তল্লাশি করেও তাদের পাওয়া যাচ্ছে না।’

‘আমরা জানতে পেরেছি, ওই নারী তার নাতিকে নিয়ে খাল পার হওয়ার চেষ্টা করেছিলেন। খালটা বড়জোড় ২৫-৩০ হাত হবে। স্থানীয় লোকজন নিয়মিত হেঁটেই সেটা পার হন। এজন্য ওই নারীও তার নাতিকে নিয়ে খালে নেমেছিলেন। কিন্তু পানির উচ্চতা এবং স্রোতের তীব্রতা সম্ভবত তিনি বুঝতে পারেননি। খালে নামার পর প্রচণ্ড স্রোতে মহিলা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন নাতিও তার হাত থেকে ছুটে যায়। এরপর পাহাড়ি ঢলের স্রোত তাদের ভাসিয়ে নেয়’– বলেন নুরুল হুদা।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/পিটিএম

খাল টপ নিউজ নাতি নানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর