টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বাদ পড়লেন সৌম্য
১০ জুন ২০২৪ ২০:০৪ | আপডেট: ১০ জুন ২০২৪ ২১:১০
প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে রোমাঞ্চকর এক জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। নিউইয়র্কে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে টসের লড়াইয়ে হেরেছেন শান্ত। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম।
নিউইয়র্কে ড্রপ ইন পিচে বরাবরই সুবিধা পাচ্ছেন বোলাররা। টসে জিতে বোলিং নেবেন জয়ী অধিনায়ক, এমনটাই প্রতাশা করা হচ্ছিল। তবে টসে হেরেও বোলিং পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ব্যর্থ সৌম্য সরকারকে বাদ দেওয়া হয়েছে। একাদশে এসেছেন জাকের আলি।
দক্ষিণ আফ্রিকা একাদশে কোন পরিবর্তন আসেনি। আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছেন মার্করামরা।
বাংলাদেশ– তানজিদ তামিম, জাকের আলি, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, তানজিম তামিম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
দক্ষিণ আফ্রিকা– কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, এইডেম মার্করাম, ট্রিসটান স্টাবস, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, ওটোনিল বার্টম্যান, এনরিক নরকিয়া।
সারাবাংলা/এফএম