Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসি-আলিঙ্গনে উষ্ণ অভ্যর্থনায় সোনিয়া গান্ধী-শেখ হাসিনার সাক্ষাৎ

সারাবাংলা ডেস্ক
১০ জুন ২০২৪ ১৮:২৮ | আপডেট: ১০ জুন ২০২৪ ১৯:৪৯

দিল্লিতে নিজের অবস্থানস্থলে সোনিয়া গান্ধী ও প্রিয়াংকা গান্ধীকে উষ্ণ আলিঙ্গণে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুহাত মেলে দরজার সামনে দাঁড়িয়েছিলেন শেখ হাসিনা। হাসতে হাসতে এগিয়ে আসছিলেন সোনিয়া গান্ধী। কাছাকাছি হতেই তারা জড়িয়ে ধরলেন একে অন্যকে।

ঠিক পেছনেই সোনিয়া গান্ধীর ছেলে সাদা রঙের কুর্তা আর পাজামা পরিহিত রাহুল। এগিয়ে এসে নমস্কার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, তারপর জড়িয়ে ধরলেন। এরপর এগিয়ে এলেন মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী। তিনিও স্বাগত জানিয়ে জড়িয়ে ধরলেন শেখ হাসিনাকে।

চারজন মিলে প্রবেশ করলেন দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আবাসস্থলের কক্ষে। মাথার দিকের দুটি চেয়ারে বসলেন শেখ হাসিনা ও সোনিয়া গান্ধী। পেছনেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি। পাশে বাংলাদেশের জাতীয় পতাকা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নয়া দিল্লি সফরে রয়েছেন। অবস্থান করছেন আইসিটি মৌর্য হোটেলে। সেখানে সোমবার (১০ জুন) কংগ্রেস চেয়ারপারস সোনিয়া গান্ধী, সাবেক সভাপতি রাহুল গান্ধী ও সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে এভাবেই স্বাগত জানিয়ে সাক্ষাৎ করেছেন শেখ হাসিনা।

সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াংকা গান্ধীর সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কংগ্রেসের এক্সে (সাবেক টুইটার) অভ্যর্থনার সেই মুহূর্তের ভিডিও পোস্ট করা হয়েছে। এতে বলা হয়েছে, সাক্ষাতে তারা নানা বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করেছেন। ভারত-বাংলাদেশে সম্পর্ক, পারস্পারিক সহযোগিতাসহ যৌথভাবে নিজেদের বেড়ে ওঠার সম্ভাবনা নিয়ে আলাপ হয়েছে বলে ওই পোস্টে জানানো হয়।

গান্ধী পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, গান্ধী পরিবারের সঙ্গে শেখ হাসিনার বন্ধনের মূল অনেক গভীর। গত শতকের সত্তরের দশকের শুরুর দিকে বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান এবং ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যে ছিল উষ্ণ সম্পর্ক। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ইন্দিরা গান্ধী।

এর আগে ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শনিবার (৮ জুন) নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সন্ধ্যায় নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ দিন রাতে ভারতের রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজেও অংশ নেন।

নয়া দিল্লি সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার সকালে তার অবস্থানস্থলে পৃথক পৃথক এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে রোববার রাতে প্রধানমন্ত্রী বিজেপির প্রবীণ নেতা ভারতের সাবেক উপপ্রধানমন্ত্রী এল কে আদভানীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। আজ সোমবার বিকেলে ঢাকার উদ্দেশে ভারতের রাজধানী ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সারাবাংলা/এমও/আইই/টিআর

টপ নিউজ প্রিয়াংকা গান্ধী রাহুল গান্ধী শেখ হাসিনা সোনিয়া গান্ধী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর