Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিসা ছাড়াই বিশ্বকাপে পৌঁছে গেলেন লামিচান!

স্পোর্টস ডেস্ক
১০ জুন ২০২৪ ১৮:১৬

বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ পর্বে খেলবেন লামিচান

যুক্তরাষ্ট্রের ভিসা না পেয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙে গিয়েছিল তার। কিন্তু সবাইকে অবাক করে সেই সন্দীপ লামিচানই নেপালের হয়ে বিশ্বকাপে মাঠে নামবেন। বাংলাদেশের বিপক্ষে ম্যাচসহ ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে হওয়া নেপালের শেষ দুই বিশ্বকাপ ম্যাচ খেলতে ক্যারিবিয়ান অঞ্চলে পৌঁছে গেছে লামিচান। বিশেষ বিবেচনায় তাকে স্কোয়াডে নিয়েছে নেপাল।

বিশ্বকাপ শুরুর আগে ধর্ষণের মামলা থেকে অব্যাহতি পান লামিচান। তাকে বিশ্বকাপের স্কোয়াডেও রেখেছিল নেপাল। তবে দুইবার আবেদন করেও যুক্তরাষ্ট্রের ভিসা পাননি তিনি। ভিসা না পাওয়ায় শেষ পর্যন্ত দলের সাথে বিশ্বকাপে আসা হয়নি তার। লামিচানকে ছাড়াই বিশ্বকাপে মাঠে নেমেছে নেপাল।

বিজ্ঞাপন

তবে সবাইকে চমকে দিয়ে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে লামিচান নিজেই জানিয়েছেন, বিশ্বকাপ খেলতে দলের সাথে যোগ দিয়েছেন তিনি! কিন্তু ভিসা ছাড়াই কীভাবে বিশ্বকাপে খেলবেন লামিচান? আসলে যুক্তরাষ্ট্রে নয়, লামিচান বিশ্বকাপ খেলবেন ক্যারিবিয়ান পর্বে। সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে হওয়া নেপালের শেষ দুই ম্যাচে মাঠে নামবেন তিনি। যুক্তরাষ্ট্রের ভিসা না পেলেও ক্যারিবিয়ান অঞ্চলে অন এরাইভাল ভিসাতে পৌঁছে গেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে শেষ দুই ম্যাচে নেপালের হয়ে মাঠে নামবেন লামিচান। তাকে ছাড়াই বিশ্বকাপ শুরু করলেও শেষ মুহূর্তে লামিচানকে স্কোয়াডে নেওয়ার আবেদন জানিয়েছে নেপাল। তাদের আবেদন গ্রহণও করেছে আইসিসি। নেপালের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বাহাদুর চাঁদ নিশ্চিত করেছেন লামিচানের খেলা, ‘ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপের শেষ দুই ম্যাচে লামিচান খেলবেন। আমরা আইসিসিসহ সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সাহায্য করার জন্য। আশা করি নেপালের সমর্থকরা আমাদের সাথেই থাকবেন।’

বিজ্ঞাপন

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরেছিল নেপাল। আগামী ১১ জুন শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে তারা। এরপর দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে খেলতে যুক্তরাষ্ট্র ছেড়ে ওয়েস্ট ইন্ডিজে পা রাখবে নেপাল দল। ১৭ জুন শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে লড়বে নেপাল।

সারাবাংলা/এফএম

টপ নিউজ টি-২০ বিশ্বকাপ ২০২৪ নেপাল বাংলাদেশ লামিচান