Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৪ ২৩:৪০ | আপডেট: ১০ জুন ২০২৪ ১০:২৩

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। স্থানীয় সময় রোববার (৯ জুন) সন্ধ্যায় টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মোদি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ রাষ্ট্রপতি ভবনে তৃতীয় বিদেশি নেতা হিসেবে শপথ অনুষ্ঠানে যোগ দেন। শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস ও সিসিলির শীর্ষ নেতারাও মোদির শপথ অনুষ্ঠানে এসেছেন। অনুষ্ঠানে আট হাজারেরও বেশি বিশিষ্টজনের উপস্থিতি দেখা গেছে।

বিজ্ঞাপন

বিভিন্ন দেশের নেতারা পরে একই সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু প্রদত্ত ভোজসভায় যোগ দেন। শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে নয়াদিল্লিকে কঠোর বহু-স্তরীয় নিরাপত্তা ব্যবস্থার আওতায় রাখা হয়েছে।

এর আগে, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট গতকাল শনিবার (৮ জুন) সকাল ১১টা ৫১ মিনিটে (স্থানীয় সময়) ভারতের ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ার ফোর্স স্টেশনে অবতরণ করে।

সেখানে প্রধানমন্ত্রীকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (সিপিভি ও ওআইএ) মুক্তেশ পরদেশী, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান স্বাগত জানান।

নয়াদিল্লিতে অবস্থানকালে শেখ হাসিনা নরেন্দ্র মোদির সঙ্গে ওয়ান-টু-ওয়ান বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর আগামীকাল সোমবার (১০ জুন) বিকেলে ঢাকার উদ্দেশে নয়াদিল্লি ত্যাগ করার কথা রয়েছে।

এর আগে, বুধবার টেলিফোনে আলাপের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। শেখ হাসিনা তার আমন্ত্রণ গ্রহণ করেন।

বিজ্ঞাপন

এর আগে, শেখ হাসিনা লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) নিরঙ্কুশ বিজয়ে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান।

উল্লেখ্য, ভারতের সদ্য সমাপ্ত ১৮তম লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ২৯৩টি আসন জিতেছে এবং বিরোধী ইন্ডিয়া ব্লক ২৩৪টি আসন পেয়েছে।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ প্রধানমন্ত্রী মোদি শপথ অনুষ্ঠান শেখ হাসিনা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর