Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোমবার চালু হচ্ছে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৪ ২১:৪৮ | আপডেট: ১০ জুন ২০২৪ ১০:২৩

ফাইল ছবি: ম্যাঙ্গো স্পেশাল ট্রেন

চাঁপাইনবাবগঞ্জ: আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ আম পরিবহণের জন্য আগামীকাল সোমবার (১০ ‍জুন) চালু হছে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’। এদিন বিকেল ৪টায় রহনপুর স্টেশন থেকে যাত্রা শুরু করবে ট্রেনটি।

রোববার (৯ জুন) রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাস এ তথ্য জানান।

সুজিত কুমার বিশ্বাস বলেন, ‘এ বছর যমুনা সেতুর পরিবর্তে পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছাবে ম্যাংগো স্পেশাল ট্রেন। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে ছাড়ার পর চাঁপাইনবাবগঞ্জ সদর ও রাজশাহীসহ ১৫টি স্টেশনে আম তোলা হবে। ম্যাংগো স্পেশাল ট্রেন ঢাকায় পৌঁছাবে রাত সোয়া ২টায়।’

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো. ওবায়দুল্লাহ জানান, ছয়টি লাগেজ ভ্যানের মাধ্যমে প্রতিদিন ২৮ দশমিক ৮৩ মেট্রিক টন আম পরিবহণ করা যাবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত এক কেজি আমের ভাড়া দিতে হবে এক টাকা ৪৭ পয়সা। রাজশাহী থেকে এক টাকা ৪৩ পয়সা।

চাঁপাইনবাবগঞ্জের সংসদ সদস্য আব্দুল ওদুদ ম্যাংগো স্পেশাল ট্রেন উদ্বোধন করবেন বলেও জানান মো. ওবায়দুল্লাহ।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ ম্যাংগো স্পেশাল ট্রেন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর