Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ ধাপে ৪৬৯ উপজেলার নির্বাচন সম্পন্ন হয়েছে: সিইসি

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৪ ২০:২৩

ফাইল ছবি: কাজী হাবিবুল আউয়াল, প্রধান নির্বাচন কমিশনার।

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, চার ধাপে উপজেলা নির্বাচন হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালের কারণে আরেকটি ধাপ বেড়েছে। আজ (৯ জুন) পঞ্চম ধাপে ১৯টি উপজেলায় নির্বাচন হলো। ফলে চার ধাপে ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৬৯টিতে নির্বাচন সম্পন্ন করলাম। এবার প্রতিটি জেলায় তিনটি বা চারটি ধাপে হয়েছে। এ জন্য প্রশাসনের কর্মকর্তাদের জন্য সহজ ও স্বস্তিদায়ক হয়েছে।

রোববাব (৯ জুন) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুর আউয়াল এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সিইসি বলেন, ‘এখনো ২৬টি উপজেলা নির্বাচন বাকি আছে। এর মধ্যে কয়েকটির এখনো মেয়াদপূর্তি হয়নি। কয়েকটি আদালতে নির্দেশনার কারণে স্থগিত রেখেছি। যথাসময়ে ওগুলো আমরা করব। তবে উপজেলা নির্বাচন মোটামুটি শেষ হয়েছে।’

তিনি বলেন, ‘আজ উপজেলা নির্বাচনে ১১৮০টি ভোটকেন্দ্রের মধ্যে ২৩৫টি ভোটকেন্দ্রের হিসাব পেয়েছি। সেদিক থেকে ভোট পড়েছে ৪৩ দশমিক ৯১ শতাংশ। কাজেই নিশ্চিত করে বলা যাবে না কত ভোট পড়েছে। এ ছাড়াও, নির্বাচনে বিভিন্ন অনিয়মের কারণে ছয়জনকে গ্রেফতার করা হযেছে। এর মধ্যে দু’জন পোলিং অফিসার নির্বাচনি অপকর্মে লিপ্ত ছিলেন। এই দিক থেকে আমরা কঠোর ছিলাম।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে বিভিন্ন সহিংসতায় মোট চার জন আহত হয়েছেন। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। আজ ভোটার ছিল ৩০ লাখ ৪৬ হাজার। ভোটের পরিবেশ শান্তিপূর্ণ ছিল। তবে সার্বিকভাবে আমার মনে হয়, নির্বাচনটা শান্তিপূর্ণ হয়েছে।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘প্রশাসন-পুলিশের যে ভূমিকা তা প্রশংসনীয়। আমাদের নির্দেশনা তারা কঠোরভাবে প্রতিপালন করছেন। এবং রাজনৈতিক সদিচ্ছাও ছিল খুব ইতিবাচক। তবে এবার নির্বাচনে রাজনৈতিকভাবে অংশগ্রহণের সুযোগ ছিল না। দেখা গেছে দুয়েকটি দল ছাড়া কেউ রাজনৈতিক প্রতীকে অংশ নেয়নি। ফলে নির্বাচনটা আগের মতো স্থানীয়ভাবে ব্যক্তিভিত্তিক হয়েছে। যদিও রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশ নিয়েছেন, তবে রাজনৈতিক পরিচয়ে নয়।’

বিজ্ঞাপন

ভোটার উপস্থিতি কম নিয়ে তিনি বলেন, ‘রাজনৈতিকভাবে তো ব্যাপক অংশগ্রহণ হয়নি। যখন রাজনৈতিকভাবে ব্যাপক অংশগ্রহণ হয়, তখন ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বেড়ে যায়। স্বাভাবিকভাবে সেদিক থেকে এটি একটি কারণ হয়ে থাকতে পারে।’

সিইসি বলেন, ‘ভোট পড়ার সংখ্যা ৬০-৭০ শতাংশ যদি হতো তাহলে আপনাদের মতো আমরাও সন্তুষ্ট হতাম। আশাকরি মানুষ আগামীতে আরও সচেতন হবে।’

সারাবাংলা/জিএস/পিটিএম

উপজেলা নির্বাচন টপ নিউজ সিইসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর