Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুশ-অধিকৃত অঞ্চলে ইউক্রেনের হামলায় ২৮ জন নিহতের দাবি

আন্তর্জাতিক ডেস্ক
৯ জুন ২০২৪ ১০:৪৮ | আপডেট: ৯ জুন ২০২৪ ১২:২৮

ইউক্রেনের খেরসান ও লুহানস্কের যেসব অংশ রাশিয়ার দখলে রয়েছে ওই অঞ্চলে ইউক্রেনের হামলায় কমপক্ষে ২৮ জন নিহত হওয়ার অভিযোগ উঠেছে। দখলকৃত অঞ্চলগুলোতে রাশিয়ার নিয়োজিত কর্মকর্তারা বলছেন, হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন।

মার্কিন বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, রাশিয়া ও ইউক্রেন শনিবার রাতভর ওই এলাকায় অব্যাহতভাবে ড্রোন হামলা চালায়। মস্কো-সমর্থিত গভর্নর ভ্লাদিমির সালদো বলেন, ইউক্রেনের আংশিকভাবে দখলকৃত খেরসন অঞ্চলের ছোট শহর সাদোভে শুক্রবার ইউক্রেনের হামলায় ২২ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সালদোকে উদ্ধৃত করে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস বলছে, ইউক্রেনীয় বাহিনী প্রথমে ফ্রান্সের তৈরি একটি দূরচালিত বোমা দিয়ে শহরটিতে আঘাত করে। পরে তারা যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হাইমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে আবার আক্রমণ করে।

সালদো বলেন, ইউক্রেনীয় বাহিনী অনেক বেশি হতাহত ঘটাতে চেয়েছিল। সে কারণেই প্রথম হামলায় আহতদের সাহায্য করার জন্য যখন আশপাশের বাড়ির বাসিন্দারা দৌড়ে বেরিয়ে আসছিল, তখন আবার হামলা চালানো হয়।

ইউক্রেনের আরও পূর্বে আংশিকভাবে অধিকৃত লুহানস্ক অঞ্চলে রুশ-নিয়োজিত গভর্নর লিওনিড পাসেচনিক বলেন, শুক্রবার দেশটির আঞ্চলিক রাজধানীতে (রাজধানীকে লুহানস্কও বলা হয়), ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার পরে ধ্বংসস্তূপ থেকে আরও দুটি মৃতদেহ বের করা হয়।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স আঞ্চলিক কর্তৃপক্ষকে উদ্ধৃত করে বলছে, এই নিয়ে মৃতের সংখ্যা ছয়ে পৌঁছেছে। আহত হয়েছেন আরও ৬০ জন। পাসেচনিক শনিবার এই অঞ্চলে একটি শোক দিবস ঘোষণা করেন। দিনের অনুষ্ঠানাদিও বাতিল করেন।

বিজ্ঞাপন

ইউক্রেনের পক্ষ থেকে এ মামলা নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ড্রোন হামলা অব্যাহত রয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানায়, শুক্রবার রাতে ইউক্রেন রাশিয়ার ভূখণ্ড জুড়ে অবিরামভাবে ড্রোন উৎক্ষেপণ করেছে। রাশিয়ার দক্ষিণের কুবান ও আস্ট্রাখান অঞ্চল, পশ্চিমের তুলা অঞ্চল এবং মস্কো-অধিভুক্ত ক্রিমিয়ার উপদ্বীপে পঁচিশটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে।

রাশিয়ার কর্মকর্তারা বলেন, বিমান প্রতিরক্ষা বাহিনী প্রথমবারের মতো ইউক্রেনের আংশিক দখলকৃত জাপোরিঝিয়া অঞ্চলের ফ্রন্ট লাইনের প্রায় ৯০০ কিলোমিটার (৫৬০ মাইল) পূর্বে উত্তর ককেশাসের উত্তর ওসেটিয়া অঞ্চলে ইউক্রেনীয় ড্রোনগুলোকে গুলি করে ভূপাতিত করে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, একটি ড্রোন ধ্বংস করা হয়েছে। কিন্তু আঞ্চলিক গভর্নর সের্গেই মিনইয়াইলো এ অঞ্চলে তিনটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানান। মিনইয়াইলো বলেন, হামলার লক্ষ্য ছিল একটি সামরিক বিমানঘাঁটি।

এদিকে ইউক্রেনের বিমান বাহিনী জানায়, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী রাতভর মধ্য পোলতাভা অঞ্চল, দক্ষিণ-পূর্ব জাপোরিঝিয়া ও ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চল এবং উত্তর-পূর্বে খারকিভ অঞ্চল জুড়ে ১৩টি রুশ ড্রোনের মধ্যে ৯টি গুলি করে ভূপাতিত করেছে।

দেনিপ্রপাত্রভস্কের আঞ্চলিক গভর্নর সের্হি লিসাক বলেন, রাতভর ড্রোন হামলায় বাণিজ্যিক ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সারাবাংলা/টিআর

ইউক্রেন ইসরাইলি ড্রোন হামলা টপ নিউজ রাশিয়া

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর