অন্তিম মুহূর্তে এন্ড্রিকের গোলে ব্রাজিলের স্বস্তির জয়
৯ জুন ২০২৪ ০৯:১২ | আপডেট: ৯ জুন ২০২৪ ১৩:২৩
কোপা আমেরিকার বাকি আর মাত্র দুই সপ্তাহ। টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হয়েছিল ব্রাজিল। রোমাঞ্চকর এক লড়াইয়ে ৯৭ মিনিটে এনড্রিকের গোলে ৩-২ ব্যবধানের জয় নিয়েই কোপার প্রস্তুতি সারল ব্রাজিল।
টেক্সাসের কাইলি ফিল্ডে মেক্সিকোর বিপক্ষে তারকা ফুটবলারদের ছাড়াই মাঠে নেমেছিল ব্রাজিল। এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি সেলেসাওরা। ৫ মিনিটের মাথায় স্যাভিওর পাসে লিড এনে দেন আন্দ্রেস পেরেইরা। বক্সের ভেতর বল পেয়ে তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়ান পেরেইরা। প্রথমার্ধ শেষ হওয়ার আগে গোলের আরেকটি সুযোগ এসেছিল ব্রাজিলের সামনে। তবে গ্যাব্রিয়েল মার্টিনালি সেটা কাজে লাগাতে পারেনি।
দ্বিতীয়ার্ধে শুরুতেই লিড দ্বিগুণ করেন সেই মার্টিনালিই। কটুর বাড়ানো বলে মেক্সিকান কিপারকে বোকা বানান তিনি। ২-০ গোলে এগিয়ে থেকে ব্রাজিলের সহজ জয় তখন সময়ের ব্যাপারই মনে হচ্ছিল।
তবে ৭৩ মিনিটে আচমকা আক্রমণে ব্যবধান কমায় মেক্সিকো। ভেগার পাসে হুলিয়ান কুইনোনেসের গোলে দুই গোলের লিড হারায় ব্রাজিল। ৯২ মিনিটে ব্রাজিলকে চমকে দিয়ে ম্যাচে সমতা আনে মেক্সিকো। দারুণ এক শটে ডিফেন্ডার ও গোলরক্ষক অ্যালিসনকে পরাস্ত করে গোল করেন গুলেরমো আয়ালা।
নাটকের তখন কেবল শুরু। ম্যাচ যখন ড্রয়ের দিকে এগুচ্ছে, তখন ব্রাজিলের নায়ক বনে যায় এন্ড্রিক। ৯৬ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত এক ক্রসে লাফিয়ে উঠে হেড করে ব্রাজিলকে স্বস্তি এক জয় এনে দেন তরুণ সেনসেশন এন্ড্রিক। জার্সি খুলে উল্লাসে ভেসেই মাঠ ছাড়েন এই তরুণ। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়েই কোপার প্রস্তুতি সারল ব্রাজিল। আগামী ১৩ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল।
সারাবাংলা/এফএম