Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিরের আক্রমণে প্রাণ গেল মৌয়ালের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৪ ১৯:৫৪

বাগেরহাট: সুন্দরবনে কুমিরের আক্রমণে মোশাররফ গাজী (৫৫) নামে এক মৌয়ালের মৃত্যু হয়েছে।

শনিবার (৮ জুন) দুপুরে পূর্ব সুন্দরবনের করমজল এলাকার গজালমারী খালে এ ঘটনা ঘটে। এ সময় কুমিরের আক্রমণ থেকে নদী সাঁতরে পালিয়ে আরও তিন জেলে রক্ষা পান। তারা হলেন- সেকান্দার মল্লিক (২৫), জাকারিয়া শেখ (৪৫) ও গৌরপদ মন্ডল (৪৪)। মৃত মৌয়ালসহ এই তিনজনের বাড়ী খুলনার দাকোপ উপজেলার সুন্দরবন সংলগ্ন পূর্ব ঢাংমারী গ্রামে।

বিজ্ঞাপন

পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির স্থানীয়দের বরাত দিয়ে জানান, নিষিদ্ধ সময় মধু আহরণ করতে চার মৌয়াল বনে ঢুকে ফিরে আসার সময় কুমিরের মুখে পড়েন। দুপুর ১টার সময় মোশাররফ গাজীকে হিংস্র কুমিরটি করমজলের গজালমারী খালে টেনে নিয়ে যায়। ঘটনার সময় বাকি তিন মৌয়াল নদী সাঁতরে পালিয়ে যান। তিন ঘণ্টা পর দুপুর ৩টায় করমজলের কেওড়ার মাঠে ভারানি খাল থেকে স্থানীয় লোকজন তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেন।

তিনি আরও জানান, মোশাররফ গাজীর লাশ খুলনার দাকোপ থানা পুলিশ প্রাথমিক সুরতহাল শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।

সারাবাংলা/এনইউ

আক্রমণ কুমির টপ নিউজ মৌয়াল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর