Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় বাউল আস্তানায় ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৪ ১৯:২৬

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে নিশান আলী নামে এক বাউলের আস্তানায় ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতের কোনো একসময় ধামটিতে ভাঙচুর চালানো হয়।

কুষ্টিয়ার মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কে বা কারা, কেন এটা ভাঙল তা খতিয়ে দেখছি। হামলার সত্যতা পেলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, গত ৬ তারিখ নিশান ও তার চাচাতো ভাইয়েরা মিলে রোহেল শেখ নামে ওই গ্রামের এক রঙ মিস্ত্রিকে মারধর করেন। ওই ঘটনার মামলায় নিশান আসামি। তার জের ধরেও ভাঙচুর চালানো হতে পারে।

অভিযোগের বিষয়ে নিশান আলী বলেন, কেন আমার ধামে ভাঙচুর হলো আমি জানি না।

রোহেলের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে এই বাউল বলেন, আমার চাচাতো ভাইদের সঙ্গে পাওনা টাকা নিয়ে রোহেলের দ্বন্দ্ব ছিল। তারা টাকা উদ্ধার করতে গেলে সেখানে মারামারির ঘটনা ঘটে। এখন চাচাতো ভাইদের সমস্যা আমার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।

গঙ্গা-কপোতাক্ষ (জিকে) প্রকল্পের ক্যানাল পারে অবস্থিত ধামটি জনপদ থেকে অনেক দূরে হওয়ায় এলাকাবাসীও কিছু জানাতে পারেননি। তবে সবার সঙ্গে কথা বলে জানা গেছে, ওই ধামে সন্ধ্যার পর গানের আসর বসাতেন বাউলরা।

সারাবাংলা/এনইউ

আস্তানা কুষ্টিয়া টপ নিউজ বাউল ভাঙচুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর