Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জমি নিয়ে বিরোধ, সৎ ভাইয়ের কোদালের কোপে বড় ভাই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৪ ১৮:২৮

গাইবান্ধার: জেলার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সৎ ভাই আনারুল ইসলাম শ্যামলের কোদালের কোপে বড় ভাই সামসুল হুদা (৪২) নিহত হয়েছেন। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার (৫ জুন) উপজেলার তালুককানুপুর ইউনিয়নের তালুককানুপুর গ্রামে সৎ ভাইয়ে কোদালের কোপে সামসুল হুদা ও তার ছোট ভাই শাহিন গুরুতর আহত হন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হলে বড় ভাই সামসুল হুদা মারা যান। এ ঘটনায় হুদার ছোট ভাই গুরুতর আহত শাহিন (৩২) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হতাহত দু’জন তালুককানুপুর গ্রামের হাফিজার রহমানের পুত্র।

বিজ্ঞাপন

এ ব্যাপারে অভিযুক্ত আনারুল ইসলাম শ্যামল (২৯) ও তার স্ত্রী গোলাপী বেগমকে (২৪) আসামি করে সামসুলের স্ত্রী লাবনি আকতার একটি হত্যা মামলা দায়ের করেছেন। সেই মামলায় পুলিশ গোলাপী বেগমকে গ্রেফতার করেছে।

মামলা সূত্রে জানা যায়, সামসুল হুদা ও তার সহোদর ছোট ভাই শাহিনের সঙ্গে জমি নিয়ে তাদের সৎ ভাই আনারুল ইসলাম শ্যামলের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। বুধবার বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় শ্যামল তাদের পথরোধ করে দাঁড়ায়। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে শ্যামল কোদাল দিয়ে তাদের উপুর্যপুরি আঘাত করে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে সামসুল হুদাকে টিএমএসএস হাসপাতালে এবং শাহিনকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে বড় ভাই হুদা মারা যায়।

গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম বলেন, ‘ঘটনার পর থেকে মামলার মূল আসামি আনারুল ইসলাম শ্যামল পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

‘বড় ভাই’ কোদাল কোপ টপ নিউজ নিহত সৎ ভাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর