Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে থ্রি হুইলারে বাসের ধাক্কা, কলেজ শিক্ষকসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৪ ১৭:২৯

রংপুর: রংপুরের গঙ্গাচড়ায় থ্রি হুইলারে বাসের ধাক্কায় এক কলেজ শিক্ষিকাসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার যাত্রী। এখনও হতাহতদের সবার পরিচয় জানা যায়নি।

শনিবার (৮ জুন) বেলা ১২টার দিকে গঙ্গাচড়া উপজেলার গঞ্জীপুর চেয়ারম্যান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে দিপা রানী নামের এক কলেজ শিক্ষক রয়েছেন। আহতদের মধ্যে রিমু নামের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গুরুতর আহত রিমু নীলফামারীর জলঢাকা উপজেলার পুটিমারি এলাকার আলিমুদ্দিনের মেয়ে।

ওসি মাসুমুর জানান, বেলা ১২টার দিকে চেয়ারম্যান মোড়ে বাসের ধাক্কায় থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনাস্থলেই একজন মারা যান। তার নাম পরিচয় এখনও জানা যায়নি। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ভর্তি অবস্থায় দিপা রানী নামে এক কলেজ শিক্ষক মারা যান। তিনি কিশোরগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক বলে জানা গেছে।

ওসি বলেন, ‘অজ্ঞাত নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে।’

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ রংপুর সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর