এত চাপের ম্যাচে আগে খেলেননি শান্ত!
৮ জুন ২০২৪ ১৩:৫০ | আপডেট: ৮ জুন ২০২৪ ১৩:৫৮
লক্ষ্য ছিল মাত্র ১২৫। তবে শ্রীলংকার দেওয়া সেই টার্গেট ছুঁতেই ঘাম ছুটে গেছে বাংলাদেশের। শেষ মুহূর্তের রোমাঞ্চে ২ উইকেটের শ্বাসরুদ্ধকর এক জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ দল। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছেন, খানিকটা দুশ্চিন্তায় পড়লেও জয় ছাড়া অন্য কিছুই ভাবেননি তিনি। শান্ত জানিয়েছেন, এটি তার ক্যারিয়ারের সবচেয়ে চাপের ম্যাচ ছিল!
টপ অর্ডারের ব্যর্থতায় এবারও শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। সৌম্য, তামিম, শান্ত তিনজনই ছিলেন ফ্লপ। তাওহিদ হৃদয় ও লিটন দাসের জুটির সুবাদে অবশ্য সহজ জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। তবে এই জুটি ফিরলে আর শেষ মুহূর্তের বিপর্যয়ে প্রায় হেরেই গিয়েছিল দল। মাহমুদউল্লাহর ঠাণ্ডা মাথার ইনিংসে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ।
শান্ত বলছেন, গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় ছাড়া আর কিছুই মাথায় ছিল না তাদের, ‘আমরা সবাই জানতাম এই ম্যাচটা কতোটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা বোলিংয়ের শুরুটা ভালো করতে পারিনি। কিন্তু এরপর সবাই শান্ত ছিল। মাঝের ওভারে যেসব সিদ্ধান্ত নিয়েছি সেখানে সবাই নিজের ভূমিকা পালন করেছে। ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি আমরা সবাই জানি। চাপের ম্যাচে এমন হয় কারণ তাদের জন্যও ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল। তারা অনেক দিন ধরেই চেষ্টা করছে। দিনশেষে ২ পয়েন্ট পেয়েছি তাই ভালো লাগছে।’
শান্ত জানান, এমন চাপের ম্যাচ নিজের ক্যারিয়ারের আগে খেলেননি তিনি, ‘এমনটা বলা যেতে পারে। আমার কাছেও সেটাই লেগেছে। আমরা আগে থেকেই জানতাম চাপের ম্যাচ হবে। আমার মনে হয় এমন চাপের ম্যাচ আমরা আগে খেলিনি! আল্লাহ্র অশেষ রহমত আমরা জিততে পেরেছি। শ্রীলংকা দারুণভাবে শুরু করেছিল। বল হাতেও তারা ভালো করেছে। ফিল্ডাররা নিজেদের উজাড় করে দিয়েছে। আমার মনে হয় তারা কিছু রান কম করেছে। নাহলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত।’
সারাবাংলা/এফএম