টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন ওপেনার
৮ জুন ২০২৪ ০৬:০৪ | আপডেট: ৮ জুন ২০২৪ ০৬:৩৪
বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরে বেশ ব্যাকফুটে ছিল বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষেও বড় হারের স্বাদ পেতে হয়েছিল তাদের। ডালাসে প্রস্তুতি ম্যাচের হতাশা ভুলে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি শান্ত-সাকিবরা। প্রথম ম্যাচে টসের লড়াইয়ে জিতেছেন শান্ত। টসে জিতে শ্রীলংকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ।
ওপেনিং জুটিতে কে থাকছেন, সেটা নিয়ে ছিল বড় প্রশ্ন। বাংলাদেশ একাদশে আজ আছেন তিন ওপেনারই। কিপার হিসেবে দায়িত্ব পালন করবেন লিটন দাস। ইনজুরির কারণে একাদশে নেই শরিফুল ইসলাম। সুস্থ হয়ে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। তার সাথে আছেন দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। স্পিন বিভাগ সামলাবেন রিশাদ হোসেন, সাকিব, মাহমুদউল্লাহরা।
প্রথম ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে শ্রীলংকা। বাদ পড়েছেন সাদিরা সামারাবিক্রমা। একাদশে এসেছেন ধনঞ্জয়া ডি সিলভা।
বাংলাদেশ একাদশ– তানজিদ তামিম, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, তানজিম তামিম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
শ্রীলংকা একাদশ– পাথুম নিশানকা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাংকা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিস থিকসানা, মাথিসা পাথিরানা, নুয়ান তুষারা।
সারাবাংলা/এফএম