Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবিশ্বাস্য হারের দায় নিজের কাঁধে নিলেন বাবর

স্পোর্টস ডেস্ক
৭ জুন ২০২৪ ০৯:০৭ | আপডেট: ৭ জুন ২০২৪ ০৯:১১

দারুণ ফর্মে থাকা যুক্তরাষ্ট্র তাদের কঠিন লড়াই উপহার দেবে, এমনটা অনুমেয়ই ছিল। কিন্তু শেষ পর্যন্ত এরকম কিছু হবে, সেটা হয়তো পাকিস্তান কল্পনাও করেনি। নিজেদের প্রথম ম্যাচে সুপার ওভারের রোমাঞ্চে অবিশ্বাস্যভাবে যুক্তরাষ্ট্রের কাছে হেরে গেছে পাকিস্তান। ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলছেন, বাজে পারফরম্যান্সের কারণেই হারতে হয়েছে তাদের।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে খুব বড় স্কোর করতে পারেনি পাকিস্তান। ১৬০ রানের লক্ষ্যে একটা সময় সহজ জয়ের হাতছানি দিচ্ছিল যুক্তরাষ্ট্রকে। সেখান থেকে শেষ ওভারে ম্যাচটা নিয়ে গেছে পাকিস্তান। সেখানে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেও শেষ পর্যন্ত দারুণ এক প্রত্যাবর্তনে ম্যাচ সুপার ওভারে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। সুপার ওভারে মোহাম্মদ আমিরের ছন্নছাড়া বোলিংয়েই শেষ পর্যন্ত হেরে গেছে পাকিস্তান।

বিজ্ঞাপন

ম্যাচ হারের কারণ হিসেবে সব বিভাগে নিজেদের ব্যর্থতাতেই দুষলেন বাবর, ‘প্রথম ছয় ওভারে বোলারদের জন্য যথেষ্ট সুবিধা ছিল। সেটা আমরা কাজে লাগাতে পারিনি। পরেও পিচ একই রকম ছিল। আমরা প্রথম দশ ওভারে অনেক রান দিয়েছি। পরে ম্যাচে ফিরে মোমেন্টাম নিজেদের দিকে নিলেও শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে পারিনি। আমরা বড় স্কোর করতে না পারলেও সেটা ডিফেন্ড করার মতোই ছিল। তবে পাওয়ারপ্লেতে আমি ভালো করতে পারিনি। ব্যাটারদের আরও রান কর উচিত ছিল।’

পাকিস্তান কি যুক্তরাষ্ট্রকে হালকাভাবে নিয়েছিল? বাবর জানালেন, কাউকেই ছোট দল ভাবছেন না তারা, ‘আপনি যখন এরকম টুর্নামেন্টে খেলতে আসেন, তখন সবাইকে সমান ভাবতে হয়। কিন্তু এরকম দলের বিপক্ষে খেলতে নামলে অনেক সময় কিছুটা গা ছাড়া ভাব চলে আসে। নিজেদের পরিকল্পনা তখন ঠিকভাবে কাজে লাগানো হয় না। আজ সেরকমই হয়েছে। আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি।’

বিজ্ঞাপন

সুপার ওভারে তিনটি ওয়াইডসহ ১৮ রান দিয়েছেন মোহাম্মদ আমির। তাকে বোলিং দেওয়া নিয়েও উঠেছে প্রশ্ন। বাবর অবশ্য আমিরকে বোলিং দেওয়াকে সঠিকই ভাবছেন, ‘আমি অনেক অভিজ্ঞ বোলার। সে জানে ওই পরিস্থিতিতে কীভাবে বোলিং করতে হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের ব্যাটাররা অনেক বুদ্ধিমানের মতো ব্যাটিং করেছে। বল কিপারের কাছে গেলেই তারা রান নিয়েছে। তাই তাদের কৃতিত্ব দিতেই হয়। সুপার ওভারে এটা তাদের জন্য বাড়তি সুবিধা হয়ে গেছে।’

সারাবাংলা/এফএম

টি-২০ বিশ্বকাপ ২০২৪ পাকিস্তান যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর