Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বরাদ্দ বাড়ানোর প্রস্তাব

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৪ ২৩:৩৩

ঢাকা: ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য প্রস্তাবিত বাজেট বাড়ানো হয়েছে। এ বছর ৪২ হাজার ২০৬ কোটি ৮৯ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। ২৫টি মন্ত্রণালয়/বিভাগের মধ্যে এ জলবায়ু সম্পৃক্ত বরাদ্দ বণ্টন হবে। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে প্রস্তাবিত বাজেট ছিল ৩৭ হাজার ৫১ কোটি ৯৪ লাখ টাকা। পরে সংশোধিত বাজেটে তা বেড়ে হয় ৪১ হাজার ৫০৮ কোটি ৬৪ লাখ টাকা।

‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ শিরোনামে বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদের অধিবেশনে প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ এই বাজেট প্রস্তাব করেন।

বিজ্ঞাপন

বিগত বছরের মতো, সর্বশেষ বাজেট প্রস্তাবে বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ অন্তর্ভুক্ত ৩৪টি জলবায়ু-প্রাসঙ্গিক প্রকল্পের জন্য অর্থায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরের জলবায়ু বাজেটের পরিচালন ব্যয় ১৩ হাজার ৯৮০ কোটি ৫৬ লাখ টাকা এবং উন্নয়ন বাজেট ২৮ হাজার ২২৬ কোটি ৩৩ লাখ টাকা। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট মোট বরাদ্দের ১০.০৯ শতাংশ। গত বছর যা ছিল ৮.৯৯ শতাংশ এবং সংশোধিত বাজেটের ১০.৮১ শতাংশ। মোট টাকার অংকে ২০২০-২১ অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ এর জন্য প্রস্তাবিত বাজেট দেড় গুণের বেশি বৃদ্ধি পেয়েছে।

২০২০-২১ অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে জলবায়ু সংশ্লিষ্ট মোট বরাদ্দ ৭৫.৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২০-২১ অর্থবছরে ২৫ টি মন্ত্রণালয়/বিভাগের প্রকৃত ব্যয় ছিল সংশোধিত বরাদ্দের ৯০.৩৯ শতাংশ যা ২০২১-২২ অর্থবছরে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৯২.৬৪ শতাংশে।

জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্মপরিকল্পনার ছয়টি বিষয়ভিত্তিক ক্ষেত্রে মন্ত্রণালয় ও বিভাগ ব্যয় করে। ২০২০-২১ থেকে ২০২৪-২৫ অর্থবছর সময়ের মধ্যে জলবায়ু বাজেটের সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এর পরে রয়েছে কৃষি মন্ত্রণালয়। তৃতীয় অবস্থানে পানি সম্পদ মন্ত্রণালয়। চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে মৎস্য ও প্রাণিসম্পদ এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

থিমেটিক এরিয়ার মধ্যে ‘খাদ্য নিরাপত্তা, সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্য’ এরিয়ায় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে যা ৪১.৪৪ শতাংশ। যার পরেই রয়েছে ‘অবকাঠামো’ ৩০.১৬ শতাংশ এবং সর্বনিম্ন বরাদ্দ পেয়েছে ‘গবেষণা ও নলেজ ম্যানেজমেন্ট’ এরিয়া যা ২.৫ শতাংশের কাছাকাছি।

২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী উল্লেখ করেন যে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি।

এই প্রভাবগুলোর গভীরতা এবং ব্যাপ্তি বিবেচনা করে, আমরা জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজনের ক্ষমতা বাড়াতে এবং প্রভাব কমাতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নিচ্ছি, তিনি বলেন।

এ বিষয়ে কার্যক্রম গতিশীল করতে চলতি বছরের বাজেটে ১০০ কোটি টাকা বিশেষ বরাদ্দের প্রস্তাব করেন মন্ত্রী।

সারাবাংলা/আরএফ/একে

জাতীয় বাজেট টপ নিউজ বাজেট ২০২৪-২৫ বাজেট উপস্থাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর