Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সর্বজনীন পেনশনের আওতায় আসছে সরকারি নতুন চাকরিজীবীরা

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৪ ২১:৫৬ | আপডেট: ৬ জুন ২০২৪ ২৩:১৯

ঢাকা: প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সরকারি প্রতিষ্ঠানে নতুন নিয়োগপ্রাপ্তদের সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় নিয়ে আসার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতা দেওয়ার সময় আবুল হাসান মাহমুদ আলী এ প্রস্তাব দেন। এদিন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপিস্থিতিতে বাজেট উত্থাপন করেন তিনি।

অর্থমন্ত্রী জানান, পেনশন সুবিধা পান এমন সরকারি প্রতিষ্ঠানেও নতুন নিয়োগ পাওয়া চাকরিজীবীদের সর্বজনীন পেনশনের আওতায় নিয়ে আসা হবে।

তিনি বলেন, ‘স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের এরই মধ্যে এ ব্যবস্থার আওতাভুক্ত করা হয়েছে। নতুন বছরের (২০২৫ সাল থেকে) ১ জুলাই থেকে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের জন্যও আমরা এ ব্যবস্থা চালু করব।’

উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ আগস্ট চারটি স্কিম নিয়ে সর্বজনীন পেনশন ব্যবস্থার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চার স্কিমের মধ্যে রয়েছে- প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা। গত ১২ মে পর্যন্ত সর্বজনীন পেনশনের চারটি স্কিমে এক লাখ ৫৮ হাজার ১০০ জন অন্তর্ভুক্ত হয়েছেন।

সারাবাংলা/জিএস/পিটিএম

টপ নিউজ সরকারি নতুন চাকরিজীবী সর্বজনীন পেনশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর