Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে চবি শিক্ষার্থীদের মানববন্ধন

চবি করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৪ ২১:০৫

চট্টগ্রাম ব্যুরো: সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনবর্হালে হাইকোর্টের রায়ের প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৬ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘বৈষম্যমূলক কোটা প্রত্যাহার চাই’, ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, এ ধরনের বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে প্রতিবাদে অংশ নেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

এসময় চবির রাজনীতি বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহিজুল ইসালম বলেন, ‘মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাদেরকে আমরা অন্তর থেকে শ্রদ্ধা ও সম্মান জানাই। কিন্তু তাই বলে তাদের সন্তানের পর নাতি-নাতনিরাও পরিশ্রম কম করে কোটার ভিত্তিতে চাকরিতে যোগ দেবে এটা মেনে নেওয়া যায় না।’

একই বিভাগের মাশরুর আহমেদ বলেন, ‘সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা স্বাভাবিক নয়, এটা বৈষম্যমূলক। এ ধরনের কোটা ব্যবস্থার ফলে বেকার সমস্যা আরও বৃদ্ধি পাবে। আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান জানাই, কিন্তু এই রায়ে অসন্তুষ্ট।’

উল্লেখ্য, সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালের ৪ অক্টোবর জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এর ফলে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বহাল থাকল বলে জানিয়েছেন আইনজীবীরা।

সারাবাংলা/এমআর/এমও

চবি শিক্ষার্থী মানববন্ধন মুক্তিযোদ্ধা কোটা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর