Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ১০ হাজার কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৪ ১৯:৪৫ | আপডেট: ৬ জুন ২০২৪ ২১:৩৯

ঢাকা: ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ১০ হাজার কোটি টাকা।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এ প্রস্তাব করেন। সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার এই বাজেটের শিরোনাম দেওয়া হয়েছে ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’।

অর্থমন্ত্রী বলেন, ‘সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনার জন্য আগামী ২০২৪-২৫ অর্থবছরে ১ লাখ ৩৬ হাজার ২৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। যা ২০২৩-২৪ অর্থ বছরে ১ লাখ ২৬ হাজার ২৭২ কোটি টাকা ছিল।’

বাজেটে সামাজিক নিরাপত্তা ও দারিদ্র্য নিরসনের বিষয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘সামাজিক নিরাপত্তার সুফল কার্যকরভাবে উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সর্বমোট ১১৫টি সামাজিক সুরক্ষা কার্যক্রমের ৩৪টি ক্যাশভিত্তিক কর্মসূচির মধ্যে ১৯টি কর্মসূচির অর্থ ইলেকট্রনিক উপায়ে গভর্নমেন্ট টু পার্সন পদ্ধতিতে সরাসরি উপকারভোগীর ব্যাংক হিসাব/মোবাইল ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে।’

প্রতিবন্ধী সুরক্ষা কার্যক্রমের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘প্রতিবন্ধীদের সুরক্ষায় আগামী অর্থবছরে ভাতাপ্রাপ্তের সংখ্যা ২৯ লাখ থেকে বাড়িয়ে ৩২ লাখ ৩৪ হাজার জনে উন্নীত করা হবে। এ ছাড়া, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক স্তরের উপবৃত্তির হার বিদ্যমান ৯৫০ টাকা থেকে বাড়িয়ে ১০৫০ টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

মা ও শিশু সহায়তা কার্যক্রমের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘মা ও শিশু সহায়তা কার্যক্রমের আওতা আরও বিস্তৃত করার লক্ষ্যে আগামী অর্থবছরে উপকারভোগীর সংখ্যা ১৫ লাখ ৪ হাজার ৮০০ জন হতে ১৬ লাখ ৫৫ হাজার ২৮০ জনে উন্নীতকরণের সিদ্ধান্ত হয়েছে।’

বিজ্ঞাপন

বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতাদের সুরক্ষার বিষয়ে তিনি বলেন, ‘আগামী অর্থবছরে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা ২ লাখ বৃদ্ধি করে ৬০ লাখ ১ হাজার জনে উন্নীত করা হবে এবং এ বাবদ ৪ হাজার ৩৫১ কোটি টাকা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া ভাতাপ্রাপ্ত বিধবা ও স্বামী নিগৃহীতা নারী সংখ্যা বিদ্যমান ২৫ লাখ ৭৫ হাজার থেকে বাড়িয়ে ২৭ লাখ ৭৫ হাজারে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের আর্থ-সামাজিক উন্নয়নের প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে তাদের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় সব শ্রেণির বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ২০২১-২২ অর্থবছরে ন্যূনতম ২০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। এ ছাড়া, তাদের আবাসন নিশ্চিতের লক্ষ্যে বিনামূল্যে ৩০ হাজার বীর নিবাস নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে ১১ হাজার ৫৭টি বীর নিবাস নির্মাণ সম্পন্ন হয়েছে।’

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

২০২৪-২৫ অর্থবছরের বাজেট টপ নিউজ বরাদ্দ বাজেট ২০২৪-২৫ সামাজিক সুরক্ষা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর