Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘাটতি মোকাবিলায় ঋণ নিতে হবে ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৪ ১৯:১৬ | আপডেট: ৬ জুন ২০২৪ ২০:৪৭

ঢাকা: প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ব্যাংক খাত থেকে এক লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নেবে সরকার। এটি চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের চেয়ে ৫ হাজার ১০৫ কোটি টাকা বেশি। চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল এক লাখ ৩২ হাজার ৩৯৫ কোটি টাকা।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে জাতীয় সংসদে উত্থাপিত ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে এ প্রস্তাব দেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এদিন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপিস্থিতিতে বাজেট উত্থাপন করেন তিনি।

বিজ্ঞাপন

‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগানে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্র বিক্রি করে ১৫ হাজার ৪০০ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা ঠিক করেছে সরকার। যা চলতি অর্থবছরের তুলনায় ২ হাজার ৬০০ কোটি টাকা কম। চলতি অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্য ঠিক করা আছে ১৮ হাজার কোটি টাকা। এর আগের (২০২২-২৩) অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা ছিল ৩৫ হাজার কোটি টাকা।

সারাবাংলা/জিএস/পিটিএম

২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘাটতি মোকাবিলা টপ নিউজ বাজেট ২০২৪-২৫ ব্যাংক ঋণ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর