Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভাতা বাড়ছে

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৪ ১৬:২২

ঢাকা: ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে প্রতিবন্ধীদের আওতা ও ভাতা দুটোই বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ প্রস্তাব পেশ করেন।

প্রস্তাবিত বাজেটে প্রতিবন্ধীদের সুরক্ষায় আগামী অর্থবছরে ভাতাপ্রাপ্তের সংখ্যা ২৯ লাখ থেকে বাড়িয়ে ৩২ লাখ ৩৪ হাজার জনে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক স্তরের উপবৃত্তির হার বিদ্যমান ৯৫০ টাকা থেকে বাড়িয়ে ১০৫০ টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৩টায় আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন। সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার এই বাজেটের শিরোনাম দেওয়া হয়েছে ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’।

সারাবাংলা/কেআইএফ/একে

উপবৃত্তি টপ নিউজ প্রতিবন্ধী শিক্ষার্থী