Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোবাইল সিমের দাম বাড়ছে

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৪ ১৬:১০ | আপডেট: ৬ জুন ২০২৪ ১৭:০৯

ঢাকা: মোবাইল সিমের দাম বাড়ছে। প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এমন প্রস্তাব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগানে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।

অর্থমন্ত্রী বলেন, ‘মোবাইল ফোনের সিম/রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার বিপরীতে বিদ্যমান শুল্ক ১৫ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি। এছাড়া প্রতিটি সিম বা রিম কার্ড সরবরাহের বিপরীতে বিদ্যমান মূসকের পরিমাণ ২০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা নির্ধারণ করার প্রস্তাব করছি।’

এমন প্রস্তাবের ফলে সিম কিনতে গ্রাহকদের আরও বেশি টাকা খরচ করতে হবে।

সারাবাংলা/ইএইচটি/একে

জাতীয় বাজেট বাজেট অধিবেশন মোবাইল সিম