রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়াতে পারবে এনবিআর
৬ জুন ২০২৪ ১৫:৪৭ | আপডেট: ৬ জুন ২০২৪ ১৬:৩৭
ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চাইলে রিটার্ন দাখিলের সময় সীমা আরও এক মাস বাড়াতে পারবে। জাতীয় বাজেটে এমন প্রস্তাব রাখা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগানে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।
অর্থমন্ত্রী বলেন,‘বর্তমান সরকার ব্যবসা সহজীকরণ এবং করদাতা ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিশেষ করে করদাতাদের রিটার্ন দাখিল এবং কর প্রদানের বিষয়কে জনপ্রিয় করার জন্য স্বাভাবিক ব্যক্তি, কোম্পানি নির্বিশেষে সকল রিটার্ন সংশ্লিষ্ট কর বছরের জন্য স্বনির্ধারণী ব্যবস্থায় দাখিলের বিধান আনয়নের প্রস্তাব করছি। এ ছাড়াও, জাতীয় রাজস্ব বোর্ড অনধিক ১ মাস রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করতে পারবে মর্মে বিধান করার প্রস্তাব করছি।’
সারাবাংলা/ইএইচটি/একে