Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যবসার স্থানে রিটার্ন সনদ না থাকলে ৫০ হাজার পর্যন্ত জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৪ ১৫:২৯ | আপডেট: ৬ জুন ২০২৪ ১৬:১০

ঢাকা: ব্যবাসা প্রতিষ্ঠানে রিটার্ন দাখিলের প্রমাণ না থাকলে আর্থিক জরিমানার প্রস্তাব করা হয়েছে বাজেটে। সর্বনিম্ন ২০ হাজার টাকা এবং সবোর্চ্চ ৫০ হাজার টাকা জরিমানার বিধান প্রস্তাব করা হয়েছে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেটে এমন প্রস্তাব করেছেন তিনি।

বিজ্ঞাপন

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ব্যবসা স্থানে রিটার্ন দাখিলের প্রমাণ প্রদর্শনে ব্যর্থ হলে কমপক্ষে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানার বিধানের প্রস্তাব করা হয়েছে।

‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ প্রতিপাদ্যে নতুন সরকারের প্রথম বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।

সারাবাংলা/ইএইচটি/আইই

২০২৪-২৫ অর্থবছরের বাজেট টপ নিউজ বাজেট ২০২৪-২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর