Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রস্তাবিত জাতীয় বাজেট মন্ত্রিসভায় অনুমোদন

স্পেশাল করেসপন্টেন্ড
৬ জুন ২০২৪ ১৪:২৮ | আপডেট: ৬ জুন ২০২৪ ১৪:৪৩

ঢাকা: আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে বৈঠকে বাজেট অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

পরে রাষ্ট্রপতির অনুমোদনের পর আজ বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী।

বিজ্ঞাপন

প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা, যা জিডিপির ১৪ দশমিক ২০ শতাংশ। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা থাকছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। বাকি বাকি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকার ঘাটতি ঋণ নিয়ে মেটানোর লক্ষ্যমাত্রা থাকবে বাজেটে। এবারের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা, যা এরই মধ্যে অনুমোদন দেওয়া হয়েছে।

বিকেল তিনটায় জাতীয় সংসদে ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ এই প্রতিপাদ্য নিয়ে প্রথমবারের মতো বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবারের বাজেট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট। শেখ হাসিনার নেতৃত্বের নতুন সরকারের আগামী পাঁচ বছর অর্থনৈতিক নীতি কী হবে তার অনেকটা ধারণা পাওয়া যাবে এই বাজেটে।

সারাবাংলা/আইই

টপ নিউজ বাজেট

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর