Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোমাঞ্চকর ম্যাচে বিশ্বকাপে উগান্ডার ঐতিহাসিক জয়

স্পোর্টস ডেস্ক
৬ জুন ২০২৪ ০৮:৩৯ | আপডেট: ৬ জুন ২০২৪ ১২:১২

ঐতিহাসিক জয় পেয়েছে উগান্ডা

আফগানিস্তানের বিপক্ষে বড় পরাজয়ের পর টুর্নামেন্টে টিকে থাকতে হলে উগান্ডার সামনে জয়ের বিকল্প ছিল না। পাপুয়া নিউগিনির বিপক্ষে রোমাঞ্চকর এক ম্যাচে নিজেদের বিশ্বকাপ ইতিহাসের প্রথম জয় তুলে নিইয়েছে উগান্ডা। পাপুয়া নিউগিনিকে ৭৭ রানে আটকে দেওয়ার পর আলি শাহর দারুণ এক ইনিংসে ৩ উইকেটের জয় নিয়েই মাঠ ছেড়েছে উগান্ডা।

উগান্ডার সামনে লক্ষ্যটা ছিল মাত্র ৭৮। কিন্তু এই অল্প পুঁজি নিয়েই দারুণ লড়েছে পাপুয়া নিউগিনি। চতুর্থ বলেই মুকাসাকে হারায় উগান্ডা। এরপর ৬ রানের মাঝে আরও দুটি উইকেট হারিয়ে বিপাকে পড়ে উগান্ডা। ৬ রানে তিন উইকেট হারানো উগান্ডাকে এরপর কিছুটা সামাল দিয়েছেন রিয়াজাত আলি শাহ। সতীর্থদের যাওয়া আসার মাঝে এক প্রান্ত আগলে রেখে লড়াইটা চালিয়ে গেছেন তিনিই।

বিজ্ঞাপন

পুরো উগান্ডার ইনিংসে দুই অংক ছুঁয়েছেন মাত্র দুই ব্যাটার। আলি শাহর সাথে মিয়াগির ১৩ রানের ইনিংস ছাড়া বলার মতো আর কোন ইনিংসই নেই উগান্ডার ব্যাটিংয়ে। ২৬ রানে ৫ উইকেট হারিয়ে একটা সময় পরাজয়ের শঙ্কাও জেগেছিল উগান্ডার সামনে।

তবে দলকে একাই টেনে নিয়ে গেছেন আলি শাহ। ঠাণ্ডা মাথায় ব্যাটিং করে দলকে ধীরে ধীরে জয়ের বন্দরে পৌঁছে দিয়েই প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। ৫৬ বলে ৩৩ রান করা আলি ফিরলেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে উগান্ডা। ১০ বল বাকি থাকতে ৩ উইকেটের জয় নিয়ে টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জয়ের স্বাদ পেল উগান্ডা।

এর আগে ম্যাচের প্রথম ভাগে  উগান্ডার অন্য বোলারদের দাপটে মাত্র ৭৭ রানেই গুটিয়ে গেছে পাপুয়া নিউগিনি। দুই অংক ছুঁতে পেরেছেন মাত্র তিন ব্যাটার। দুটি করে উইকেট নিয়েছেন সুবুগা, রামজানি, কেউটা, মিয়াগি। ৪ ওভারে ২ মেইডেনসহ ৪ রানে ২ উইকেট নিয়ে টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম রান হজম করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন ৪৩ বছর বয়সী ফ্র্যাঙ্ক সুবুগা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

উগান্ডা টি-২০ বিশ্বকাপ পাপুয়া নিউগিনি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর