Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ ওভারে ৪ রান দিয়ে উগান্ডার সুবুগার অনন্য রেকর্ড

স্পোর্টস ডেস্ক
৬ জুন ২০২৪ ০৭:১১ | আপডেট: ৬ জুন ২০২৪ ১২:১৩

টি-২০ বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন উগান্ডার সুবুগা

৪৩ বছর বয়সে বিশ্বকাপ খেলতে এসে আগেই করেছিলেন ইতিহাস। বিশ্বকাপের ইতিহাসের দ্বিতীয় বয়স্ক ক্রিকেটার উগান্ডার স্পিনার ফ্র্যাঙ্কো সুবুগা এবার গড়লেন আরেকটি অনন্য রেকর্ড। পাপুয়া নিউগিনির বিপক্ষে ৪ ওভারে ২ মেইডেনসহ ৪ রানে ২ উইকেট নিয়ে টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম রান হজম করে ইতিহাসের পাতায় নাম লেখালেন সুবুগা। তার দুর্দান্ত বোলিংয়েই মাত্র ৭৭ রানে গুটিয়ে গেছে পাপুয়া নিউগিনি।

বিজ্ঞাপন

গায়ানায় টসে জিতে পাপুয়া নিউগিনিকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল উগান্ডা। ম্যাচের ৯ম ওভারে বোলিংয়ে আসেন সুবুগা। প্রথম ওভারে দিয়েছেন মাত্র ২ রান। ১১ তম ওভারে বোলিংয়ে এসে চার্লস আমিনিকে বোল্ড করেন সুবুগা। সেই ওভারে কোন রানই দেননি তিনি!

১৩ তম ওভারে নিজের দ্বিতীয় উইকেট পান সুবুগা। প্রথম বলেই এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন হরিকে। সেই ওভারেও মেইডেন নিয়েছেন সুবুগা! ১৫তম ওভারে নিজের শেষ ওভার করতে এসে মাত্র ২ রান দিয়েছেন তিনি। সব মিলিয়ে ৪ ওভারে ২ মেইডেন দিয়ে ৪ রানে ২টি উইকেট নিয়েছেন তিনি। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে ৪ ওভার বল করে সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ড গড়লেন তিনি। এর আগের রেকর্ডটি ছিল এই বিশ্বকাপেই শ্রীলংকার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার এনরিক নরকিয়ার ৭ রানে ৪ উইকেট।

সুবুগার সাথে উগান্ডার অন্য বোলারদের দাপটে মাত্র ৭৭ রানেই গুটিয়ে গেছে পাপুয়া নিউগিনি। দুই অংক ছুঁতে পেরেছেন মাত্র তিন ব্যাটার। দুটি করে উইকেট নিয়েছেন সুবুগা, রামজানি, কেউটা, মিয়াগি।

সারাবাংলা/এফএম

উগান্ডা টি-২০ বিশ্বকাপ ২০২৪ সুবুগা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর