নরেন্দ্র মোদিকে শেখ হাসিনার অভিনন্দন
৫ জুন ২০২৪ ১৮:৫৮ | আপডেট: ৬ জুন ২০২৪ ১২:১৫
ঢাকা: ১৮তম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) নিরঙ্কুশ বিজয়ের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৫ মে) অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, আমি বাংলাদেশের জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।
চিঠিতে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা হিসেবে আপনি ভারতের জনগণের আশা-আকাঙ্ক্ষা বহন করেন। আপনার নেতৃত্ব, প্রতিশ্রুতি এবং দেশের জন্য অটল উৎসর্গের প্রতি ভারতের জনগণের আস্থা ও আত্মবিশ্বাসের প্রমাণ আপনার এই দৃঢ়প্রত্যয়ী বিজয়।
শেখ হাসিনা বলেন, আমার দৃঢ় বিশ্বাস, আমাদের বন্ধুত্বপূর্ণ এবং ঘনিষ্ঠ সম্পর্ক সব ক্ষেত্রেই অব্যাহত থাকবে, কারণ আপনি বিরল টানা তৃতীয় মেয়াদে নতুন ম্যান্ডেট নিয়ে যাত্রা শুরু করবেন। ভারতের বিশ্বস্ত বন্ধু হিসেবে বাংলাদেশ দুই দেশের জনগণের উন্নতির পাশাপাশি একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অঞ্চলের জন্য একসঙ্গে কাজ করে যাবে।
শেখ হাসিনা বলেন, আমি ভারতের জনগণকে শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য আমার শুভেচ্ছা জানাতে চাই। আগামী দিনে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।
সারাবাংলা/এনআর/আইই