Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৪ ১৮:৫৩

ফাইল ছবি

নওগাঁ: নওগাঁর নিয়ামতপুর উপজেলার একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৫ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বরিয়া গ্রামের নালন্দা পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুকুর পাড়ের বাসিন্দা আশরাফ আলী সকাল ১০টার দিকে জমিতে কাজ শেষ করে পুকুরে হাত-পা ধোয়ার জন্য যান। এসময় পুকুরে একটি জামা ভাসতে দেখে হাত দিয়ে টানলে জামার সঙ্গে লাশ ভেসে আসে। এসময় তিনি ভয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসেন। পরে গ্রাম পুলিশ পলাশ চৌধুরী থানায় জানালে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে গতকাল (মঙ্গলবার) রাতে যেকোন সময় পানিতে ডুবে প্রাণ হারাণ ওই ব্যক্তি। এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হবে।

সারাবাংলা/এনইউ

নওগাঁ পুকুর ভাসমান লাশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর