Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪র্থ ধাপে ভোট পড়েছে ৩৪.৩৩ শতাংশ: সিইসি

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৪ ১৮:২১ | আপডেট: ৬ জুন ২০২৪ ১২:১৬

ফাইল ছবি: কাজী হাবিবুল আউয়াল, প্রধান নির্বাচন কমিশনার।

ঢাকা: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৬০ উপজেলায় ৩৪ দশমিক ৩৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

সিইসি বলেন, ৬০ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। কিছু ইন্সিডেন্ট হয়েছে। এ জন্য ২৮ জনকে গ্রেফতার করেছি, নয়জনকে বিভিন্ন অপরাধে দণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ব্যালটবাক্স ছিনতাইয়ের ঘটনায় ভৈরব উপজেলায় ভোট স্থগিত করা হয়েছে। বরিশালে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। তবে ইভিএমে ভালো কাজ হয়েছে।

ভোট নিয়ে আপনি কি সন্তুষ্ট, এমন এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, এটা নিয়ে সন্তুষ্ট। তবে পলিটিক্যাল (রাজনৈতিক) বিচার বিশ্লেষণ করবো না।

সারাবাংলা/জিএস/এনইউ

উপজেলা নির্বাচন চতুর্থ ধাপ ভোট সিইসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর