Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপে গিয়ে মধ্যরাতে ঘুম ভেঙে যাচ্ছে উইলিয়ামসনদের!

স্পোর্টস ডেস্ক
৫ জুন ২০২৪ ১৪:৩৭

বিশ্বকাপে প্রথম ম্যাচের আগে জেটলেগে ভুগছেন কিউই ক্রিকেটাররা

নিজ দেশ থেকে বিশ্বকাপের ভেন্যুর সময়ের পার্থক্য একদিনেরও বেশি। নিউজিল্যান্ড ক্রিকেটাররা যে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে ‘জেটলেগ’ নিয়ে বেশ বিপাকে পড়বেন, সেটা অনেকটাই অনুমেয় ছিল। তবে টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড জানিয়েছেন, দীর্ঘ সময়ের পার্থক্যের কারণে জেটলেগে ভুগছেন দলের ক্রিকেটাররা। এমনকি মধ্যরাতে ঘুমও ভেঙে যাচ্ছে অনেকের!

বিজ্ঞাপন

প্রথম ম্যাচ খেলতে বর্তমানে গায়ানাতে আছে নিউজিল্যান্ড দল। ৮ জুন আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের আগে সেখানেই অনুশীলন করছেন কেইন উইলিয়ামসনরা। বৃষ্টির কারণে যদিও সেটা ঠিকঠাক করতে পারছেন না তারা। তবে সবকিছু ছাপিয়ে কিউই ক্রিকেটারদের জন্য মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে জেটলেগ।

স্টেড বলছেন, মধ্যরাতে ঘুম ভেঙে যাওয়ায় বেশ অসুবিধা হচ্ছে ক্রিকেটারদের, ‘যখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিশ্বকাপ খেলতে আসে সবাই, তখন একটু সমস্যাই হয়। আমাদের ক্ষেত্রে জেটলেগটা একটু বেশিই হয়েছে। আমাদের অনেকেরই মধ্যরাতে ঘুম ভেঙে যায়। এটা প্রস্তুতির জন্য একদমই সুখকর নয়। তবে প্রথম ম্যাচের আগে কিছুটা বাড়তি সময় পেয়েছি আমরা। তাই নিজেদের প্রস্তুতিটা সেরে ফেলতে পারব আশা করি।’

নিজেদের প্রথম ম্যাচে দাপটের সাথে খেলেই জয় পেয়েছে আফগানরা। রশিদ খানদের বিপক্ষে তাই নিজেদের সেরা একাদশ সাজাতে ব্যস্ত স্টেড, ‘আমরা এমন একটা গ্রুপ নির্বাচন করেছি যারা সব পরিস্থিতিতে মানিয়ে নিয়ে ভালো খেলতে পারবে। আমরা একাদশও সেভাবেই নির্ধারণ করব। আশা করি প্রথম ম্যাচে ভালো পারফর্ম করবে দল।’

সারাবাংলা/এফএম

টি-২০ বিশ্বকাপ ২০২৪ নিউজিল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর