Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৪ ১২:৩৮ | আপডেট: ৫ জুন ২০২৪ ১৬:৫০

খুলনা: খুলনার পাইকগাছায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে ভ্যানচালকসহ নিহত ৩ জন নিহত হয়েছে।

বুধবার (৫ জুন) সকাল ১০টায় উপজেলার শিববাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ভ্যানচালক ইসমাইল (৬০) এবং মোটরসাইকেল আরোহীদের নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ভ্যান জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

সারাবাংলা/এমও

খুলনা টপ নিউজ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর