Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৪ ২২:২১ | আপডেট: ৫ জুন ২০২৪ ০৪:০১

সিলেট: সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল আলম বলেছেন, বর্তমান বিশ্ব অনেক প্রতিযোগিতাময়। শিক্ষার্থীদের সেই প্রতিযোগিতায় সামিল হতে গেলে যথাযথ জ্ঞান অর্জনের বিকল্প নেই।

সোমবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়ের ভর্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ মেলা চলবে ছয় দিন ধরে।

অধ্যাপক আশরাফুল বলেন, নানা চড়াই-উৎরাই পেরিয়ে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এখন ঘুরে দাঁড়িয়েছে। মানসম্পন্ন উচ্চ শিক্ষা নিশ্চিত করতে এ বিশ্ববিদ্যালয় বদ্ধ পরিকর। তিনি শিক্ষার্থীদের নতুন নতুন জ্ঞানের প্রতি অনুসন্ধিৎসু হতে আহ্বান জানান।

ভর্তি মেলা আয়োজক কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. প্রণব কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ।

এ সময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ, আইন বিভাগের প্রধান মাহমুদুল হাসান খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন নাঈমা মাসুদ নীলা ও ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেব। এর আগে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপচার্যসহ অতিথিরা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ভর্তি মেলা ৮ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস শামীমাবাদে চলবে। মেলা উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা রয়েছে।

সারাবাংলা/টিআর

ভর্তি মেলা সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর