কাজে আসেনি রাম মন্দির, অযোধ্যাসহ ইউপিতে হেরে গেছে বিজেপি
৫ জুন ২০২৪ ০২:১৯ | আপডেট: ৫ জুন ২০২৪ ১৪:৫৪
এ বছরের জানুয়ারিতেই অযোধ্যায় নির্মিত বহুল আলোচিত রাম মন্দির উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখানকার সংসদীয় আসনটির নাম ফৈজাবাদ। ধারণা করা হচ্ছিল, রাম মন্দির উদ্বোধনের মাধ্যমে লোকসভা নির্বাচনে এই ফৈজাবাদ আসনটিতে বিজেপির জয় নিশ্চিত।
প্রচলিত সে ধারণা অবশ্য সঠিক প্রমাণিত হলো না। অযোধ্যা তথা ফৈজাবাদ আসনে হেরে গেছেন বিজেপির প্রার্থী লাল্লু সিং। এই আসনে তাকে হারিয়ে জিতে গেছেন সমাজবাদী পার্টির অবধেশ প্রসাদ। কেবল অযোধ্যা বা ফৈজাবাদ নয়, গোটা উত্তর প্রদেশেই (ইউপি) ভরাডুবি হয়েছে বিজেপির।
ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য বলছে, ফৈজাবাদে অবধেশ পেয়েছেন পাঁচ লাখ ৫৪ হাজার ২৮৯ ভোট। আর লাল্লু পেয়েছেন চার লাখ ৯৯ হাজার ৭২২ ভোট। সে হিসাবে ৫৪ হাজার ৫৬৭ ভোটের বড় ব্যবধানেই হেরে গেছেন বিজেপির প্রার্থী। এ আসনে অন্য প্রার্থীদের মধ্যে বহুজন সমাজ পাার্টির শচীদানন্দ পান্ডে পেয়েছেন ৪৬ হাজার ৪০৭ ভোট।
আরও পড়ুন- ভারতের লোকসভা নির্বাচন: সরকার গঠনে ‘দাবার ঘুঁটি’ তারা
ভারতীয় গণমাধ্যমগুলোর খবর বলছে, এবারের নির্বাচন ঘিরে যেসব বিষয় সবচেয়ে বেশি আলোচিত ছিল তার মধ্যে একটি ছিল রাম মন্দির নির্মাণ। গত শতকের আশির দশক থেকেই বিজেপি এই মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে আসছে। শেষ পর্যন্ত মোদি তার দ্বিতীয় মেয়াদের একদম শেষ ভাগে এসে মন্দিরটি উদ্বোধন করেন গত জানুয়ারিতে।
বিজেপির নেতাকর্মীরা ধারণা করেছিলেন, এই মন্দির উদ্বোধনের মাধ্যমে অযোধ্যা তো বটেই, লোকসভা নির্বাচনে গোটা উত্তর প্রদেশেই ফের বিজেপির জয় নিশ্চিত হবে। এর আগে ২০১৪ নির্বাচনে উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে ৭১টি এবং ২০১৯ সালের নির্বাচনে ৬৪টি আসন পেয়েছিল বিজেপি ও তাদের নেতৃত্বাধীন এনডিএ জোট।
এবার ভোটের চিত্র একেবারেই উলটে গেছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য, এই প্রদেশে সমাজবাদী পার্টি পেয়েছে ৩৭টি আসন, কংগ্রেস পেয়েছে আরও ছয়টি আসন। দুটি দলই কংগ্রেসের নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোটের শরিক দল হওয়ায় এই রাজ্যে প্রকারান্তরে কংগ্রেসের জোট জয় পেয়েছে ৪৩টি আসনে। অন্যদিকে আগের দুই বছরের ৭১ ও ৬৪ থেকে এই রাজ্যে বিজেপির আসন এবার নেমে এসেছে মাত্র ৩৩টিতে।
যে রাম মন্দিরকে নরেন্দ্র মোদির লোকসভা নির্বাচনের আগে বড় হাতিয়ার মনে করা হচ্ছিল, সেটি আদতে ভোটের মাঠে কোনো কাজেই আসেনি বলেই মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা।
আরও পড়ুন-
- ধীরে ধীরে ব্যবধান কমাচ্ছে ইন্ডিয়া ব্লক
- ‘বাঁচা-মরার লড়াই’য়ে টিকে গেল কংগ্রেস?
- নরেন্দ্র মোদি: বিভক্ত ভারত ইতিহাসের দ্বারপ্রান্তে
- সরকার গঠনের ঘোষণা মোদির, বললেন বিকশিত ভারতের জয়
- ‘৪০০ পার’ বহু দূর, বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতাই হুমকির মুখে
সারাবাংলা/টিআর
অযোধ্যা ইউপি ইন্ডিয়া জোট উত্তর প্রদেশ এনডিএ জোট কংগ্রেস টপ নিউজ নরেন্দ্র মোদি ফৈজাবাদ বিজেপি ভারত রাম মন্দির লোকসভা নির্বাচন সমাজবাদী পার্টি