Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাঘায় ঝড়ে শতবর্ষী গাছচাপায় ৪ জন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৪ ২৩:৩৪

রাজশাহী: জেলার বাঘায় ঝড়ে শতবর্ষী পাইকড় গাছ উপড়ে দোকানের ওপর পড়ায় চার জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা মৃতদের উদ্ধার করছে।

মঙ্গলবার (৪ জুন) রাত ৯টার দিকে বাউসা ইউনিয়নের চকবাজার রাজার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখনও উদ্ধার কাজ চলছে।

নিহতরা হলেন- জালাল উদ্দিন (৪০), জাকিরুল ইসলাম (৩০), সেন্টু (৪০) ও হাসেন (৪০)। এদের সবার বাড়ি চকবাউসা গ্রামে। নিহতের মধ্যে একজন ব্যবসায়ী রয়েছেন। তারা ঝড়ের সময় দোকানে বসে ছিলেন।

এদিকে, গাছচাপায় চার জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) তরিকুল ইসলাম। তিনি জানান, মঙ্গলবার রাতে ঝড় শুরু হলে একটি পাইকড় গাছ উপড়ে একটি দোকানের ওপর পড়ে। সেই দোকানে বেশ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। তখন তারা গাছের নিচে চাপা পড়েন। এদের মধ্যে এখন পর্যন্ত চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নিহতদের মরদেহের ময়নাতদন্ত করা হবে। এরপর তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ নিহত ৪ শতবর্ষী গাছ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর