Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে নদীতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৪ ২৩:১৬

দিনাজপুর: পূনর্ভবা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে শহরের পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত নদীতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পানিতে ডুবে মারা যাওয়া মোহাম্মদ রায়হান (৮) দিনাজপুর শহরের রামনগর বাঙ্গিবেচাঘাট এলাকার আব্দুস সালামের ছেলে এবং আফি (৭) একই এলাকার আকবর আলীর মেয়ে। তারা দুই জন সম্পর্কে খালাতো ভাই-বোন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে এই দুই শিশু কয়েকজন বন্ধুকে নিয়ে পূনর্ভবা নদীতে গোসল করতে নামে। গোসল শেষে অন্য বন্ধুরা তীরে উঠতে পারলেও রায়হান ও আফি নদীর পানিতে তলিয়ে যায়।

এ সময় সঙ্গে থাকা শিশুদের চিৎকারে স্থানীয় লোকজন নদীতে নেমে অনেক খোঁজাখুজির পর সন্ধ্যা ৬টার দিকে দুই শিশুকে নদী থেকে উদ্ধার করে। এর পর দিনাজপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/পিটিএম

পূনর্ভবা নদী মৃত্যু শিশু

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর