Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওষুধের দাম বৃদ্ধি জনগণের সঙ্গে নির্মম রসিকতা: বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৪ ২৩:০৮

ঢাকা: ওষুধের দাম বাড়িয়ে সরকার জনগণের সঙ্গে নির্মম রসিকতা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। মঙ্গলবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

ডা. রফিকুল ইসলাম বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ যখন দিশেহারা, তখন ওষুধের দাম বাড়িয়ে দেশের জনগণকে এক ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে সরকার। ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টের তথ্য মতে, চিকিৎসা ব্যয়ের ৭০ শতাংশ ব্যক্তির পকেট থেকে খরচ হয়, সেই ওষুধের দাম বৃদ্ধি করে যেন নির্মম রসিকতা করল এই জনবিচ্ছিন্ন সরকার।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘২০২২ সালে কোনো পূর্ব ঘোষণা ছাড়া ওষুধ কোম্পানিগুলোর সুপারিশে ২০টি জেনেরিকের ৫৩টি ওষুধের দামবৃদ্ধি করে ঔষধ প্রশাসন, যা নজিরবিহীন। সে সময় প্যারাসিটামল, হৃদরোগ, ব্যাথানাশক ও গ্যাস্ট্রিকের ওষুধের দাম ৫০-১৩৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। এরপর ২০২৩ সালে আরেক দফায় ২৩৪টি ওষুধের দাম ১০ থেকে ৫০ শতাংশ বাড়ানো হয়। গণমাধ্যমের খবর, অতি সম্প্রতি পুনরায় কয়েক মাসের ব্যবধানে দুই শতাধিক ওষুধের দাম বৃদ্ধি পেয়েছে কমপক্ষে ২০ শতাংশ।’

ডা. রফিকুল ইসলাম বলেন, ‘ভঙ্গুর অর্থনীতি ও লুটপাটের রাজনীতির বলি হচ্ছে সাধারণ জনগণ। ঔষধ প্রশাসন এসব ক্ষেত্রে নীরব। এভাবে চলতে পারে না। অবিলম্বে স্বাস্থ্যখাতে এই বেহাল দশার সঙ্গে জড়িত সরকারের কুশীলবদের জবাবদিহিতার মুখোমুখি করতে হবে।’

সারাবাংলা/এজেড/পিটিএম

ওষুধ দাম বৃদ্ধি বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর