Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৪ ২০:২৭

ঢাকা: গত ১ জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সংগঠন গার্মেন্টস শ্রমিকদের পক্ষে মে মাসের প্রাপ্য বেতন ও ঈদুল আজহার বোনাস পরিশোধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। বিক্ষোভ সমাবেশ ও মিছিল কমিশনের দৃষ্টিগোচরে আসার পর শ্রমিকদের সময়মতো ন্যায্য মজুরি প্রদানের জন্য আহ্বান জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘মানবাধিকার এবং শ্রম অধিকারের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। ১৯৪৮ সালে ঘোষিত জাতিসংঘের সর্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্রের ধারা-২৩ এ ন্যায্য ও অনুকূল পারিশ্রমিক লাভের অধিকারের কথা উল্লেখ রয়েছে। এ ক্ষেত্রে আমাদের সাংবিধানিক প্রতিশ্রুতি ও আইনি বাধ্যবাধকতাও রয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘যথাসময়ে নির্ধারিত মজুরি নিশ্চিত করা প্রতিটি প্রতিষ্ঠানের দায়িত্ব। শ্রমিক অধিকার সুরক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এর বিকল্প নেই। প্রাপ্য মজুরিই তাদের জীবিকার একমাত্র অবলম্বন। এক্ষেত্রে প্রাপ্য মজুরি যথাসময়ে না পাওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’

কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী যাতে শ্রমিকদের ব্যবহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে এবং শ্রমিকদের অধিকার সুরক্ষিত থাকে সে বিষয়টি বিবেচনায় রেখে ঈদুল আজহার ছুটি শুরুর পূর্বেই শ্রমিকদের মে মাসের বেতন এবং ঈদুল আজহার বোনাস পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

সারাবাংলা/কেআইএফ/একে

ঈদুল আজহা জাতীয় মানবাধিকার কমিশন বেতন-ভাতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর