Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে প্রাণ গেল ২ জনের

লোকাল করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৪ ১১:১২ | আপডেট: ৪ জুন ২০২৪ ১৮:০৬

বেনাপোল (যশোর): যশোরের নাভারন ফরেস্ট অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুন) ভোরে এরা মসজিদে ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন বলে স্থানীয়রা জানান।

নাভারন হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর জয়ন্ত কুমার বসু জানান, ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন ফরেস্ট অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার গাতিপাড়া গ্রামের সুলতান আহমদের ছেলে নাভারন ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক নাসির উদ্দিন (৬২) ও ঝিকরগাছার নাভারন কলোনির শ্যাম গাজির ছেলে জাপান বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনে নৈশপ্রহরী আলি বক্স (৬৫)।

নিহত দু’জনই নাভারন ফরেস্টার পাড়ায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে জয়ন্ত কুমার বসু বলেন, নাসির উদ্দিন ও আলি বক্স ভোরে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলেন। এসময় যশোর থেকে বেনাপোলগামী পণ্যবোঝায় একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু‘জন মারা যায়। চাপা দেওয়ার পর ট্রাকটি পাশের খাদে পড়ে যায়।

হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর জয়ন্ত আরও জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে, ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।

সারাবাংলা/এমও

টপ নিউজ ফজরের নামাজ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর