Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাপ্তাই জাতীয় উদ্যানে লজ্জাবতী বানর অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৪ ০৯:০৯

রাঙ্গামাটি: রাঙ্গামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের অরণ্যে ‘বেঙ্গল স্লো লরেস’ নামের একটি লজ্জাবতী বানর অবমুক্ত করেছে বন বিভাগ। সোমবার (৩ জুন) সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বনকর্মীরা বিপন্ন প্রজাতির বানরটি অবমুক্ত করেন।

এদিন সকালে রাঙামাটি সদর উপজেলার কাটাছড়ি নতুনপাড়া এলাকা থেকে বানরটি উদ্ধার করে বন বিভাগ।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘সোমবার সকালে রাঙ্গামাটি সদর রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল হামিদসহ বন বিভাগের সদস্যরা সদর উপজেলার কাটাছড়ি নতুনপাড়ার একটি বাসা থেকে বানরটিকে উদ্ধার করেন। পরে বানরটি বিকালে কাপ্তাই রেঞ্জে হস্তান্তরের পর সন্ধ্যায় বনে অবমুক্ত করা হলো।’

এর আগে, গত ২৮ মে লোকালয় থেকে উদ্ধার করা একটি লজ্জাবতী বানর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করে বন বিভাগ। ১৭ মে কাচালং সংরক্ষিত বনের আওতাধীন রাঙ্গিপাড়া সংরক্ষিত বনে আরও একটি লজ্জাবতী বানর অবমুক্ত করে বন বিভাগ।

উল্লেখ্য যে, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় বিপন্ন প্রজাতির ‘বেঙ্গল স্লো লরিস’ নামের লজ্জাবতী বানরটি লাল তালিকাভুক্ত রয়েছে।

সারাবাংলা/এমও

অবমুক্ত কাপ্তাই জাতীয় উদ্যান টপ নিউজ লজ্জাবতী বানর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর