Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিরনগাছীতে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৪ ২২:২৫

চুয়াডাঙ্গা: জেলার সদর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই জন।

সোমবার (৩ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার কিরনগাছী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত যুবকের নাম টুটুল রহমান (২৬)। তিনি যুগীরহুদা গ্রামের খোকন মন্ডলের ছেলে।

এ ছাড়া, দুর্ঘটনায় আহতরা হলেন- সদর উপজেলার যুগীরহুদা গ্রামের তুফান মন্ডলের ছেলে আবুল হোসেন (৫৬) ও দামুড়হুদা উপজেলার গহেরপুর গ্রামের আহার আলীর ছেলে মিলন হোসেন (২৪)।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী জানান, উপজেলার কিরনগাছী গ্রামে দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ওই তিন জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক টুটুল রহমানকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে আহত দু’জনের চিকিৎসা চলছে বলে জানান তিনি।

সারাবাংলা/পিটিএম

কিরনগাছী দুর্ঘটনা মোটরসাইকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর