Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপিকে ধ্বংস করতে গিয়ে আ.লীগ নিজেই শেষ হয়ে যাচ্ছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৪ ২১:৩০

ঢাকা: বিএনপিকে ধ্বংস করতে গিয়ে আওয়ামী লীগ নিজেই শেষ হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম।

সোমবার (৩ জুন) রাজধানীর গেন্ডারিয়া থানার ৪০ ও ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত মিলাদ-মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণকালে তিনি এ মন্তব্য করেন। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

আবদুস সালাম বলেন, ‘বিএনপিকে রাজনৈতিকভাবে ধ্বংস করতে গিয়ে আওয়ামী লীগ নিজেই শেষ হয়ে যাচ্ছে। বিএনপিসহ গণতন্ত্রকামী জনতার ওপর যে অত্যাচার চালিয়েছে তার জন্য আওয়ামী লীগ দেশ-বিদেশে প্রত্যাখাত হয়েছে। শুধুমাত্র বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে সেজন্য তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিচ্ছে না। এতে বিএনপির কোনো ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে আওয়ামী লীগের। মানুষ এ সরকারকে ভোট চোর সরকার বলে।’

তিনি বলেন, ‘স্বাধীনতার পরও জাসদ ঠেকাতে গিয়ে আওয়ামী লীগ একবার বিলীন হয়েছিল। পরে জিয়াই আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে ফের প্রতিষ্ঠিত করে। আজ সেই জিয়াউর রহমানকে নিয়ে তারা আজে-বাজে কথা বলে। আসলে আওয়ামী লীগ একটি অকৃতজ্ঞ রাজনৈতিক দল।’

সালাম বলেন, ‘গণতন্ত্র নিধনকারী আওয়ামী লীগ ভালোভাবেই জানে তাদের আয়ু শেষ। তাই তারা নিজেদের আখের গোছাচ্ছে। যে যেভাবে পারে লুট করে নিচ্ছে। সব লুটের একদিন বিচার হবে। আজিজ-বেনজিরের মতো সকলের অপকর্ম প্রকাশ পাবে। দুর্নীতি করে হাজার কোটি টাকার মালিক হবেন। কিন্তু ভোগ করতে পারবেন না। বিচারের মুখোমুখি হতেই হবে।’

৪৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মোড়লের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, মোহাম্মদ মোহন, সদস্য মকবুল ইসলাম খান টিপু, গেন্ডারিয়া থানা বিএনপি নেতা আব্দুল কাদির প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/পিটিএম

আব্দুস সালাম বিএনপি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর