Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলে গেলেন সাবেক ছাত্রনেতা শফি আহমেদ

সারাবাংলা ডেস্ক
৩ জুন ২০২৪ ১৯:৪৫ | আপডেট: ৪ জুন ২০২৪ ১০:২৮

ঢাকা: নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা শফি আহমেদ মারা গেছেন।

সোমবার (৩ জুন) সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে।

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহহিল কাইয়ূম মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

সারাবাংলাকে তিনি জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হন শফি আহমেদ। পরে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাবেক এই ছাত্রনেতার মৃত্যু নিশ্চিত করেন।

নব্বইয়ের ছাত্র আন্দোলনের সময় জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলেন শফী আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। এরপর আওয়ামী লীগে যোগ দেন।

শফী আহমেদ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সহ–সম্পাদক ছিলেন। পরে দলটির মুক্তিযুদ্ধ বিষয়ক উপ–কমিটির সদস্য হোন।

২০০৭ সালের বাতিল হওয়া নির্বাচনে নেত্রকোনা–৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন শফী আহমেদ। এরপর গত চারটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন কিন্তু পাননি। সর্বশেষ ২০২৪ সালের জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন শফী আহমেদ। তবে মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।

সারাবাংলা/এসবিডি/একে

ছাত্রনেতা জাসদ নেতা টপ নিউজ শফি আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর