ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের কিস্তি স্থগিত ও সুদ মওকুফের দাবি
৩ জুন ২০২৪ ১৪:৫৯
বাগেরহাট: ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে লন্ডভন্ড মোংলাসহ সুন্দরবন উপকূলের মানুষের ঘরবাড়ি। ভেসে গেছে কয়েক হাজার মাছের ঘের। পানিতে তলিয়ে ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এ অবস্থায় মৎস্য চাষি ও প্রান্তিক কৃষকরা চরম ক্ষতিগ্রস্তের মুখে পড়েছেন। কারণ প্রায় সবাই ব্যাংক ও বিভিন্ন এনজিও সংস্থার কাছ থেকে ঋণ নিয়ে ফসল ও মাছ চাষের পেছনে লগ্নি করেন। কিন্তু প্রলয়ংকারি ঝড়ে সব ভেসে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তারা।
এ অবস্থায় কিস্তির টাকা আদায় ৬ মাসের জন্য স্থগিত করার দাবিতে সোমবার (৩ জুন) সকালে তারা মানববন্ধন করেছেন স্থানীয়রা। মোংলা উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন করার পর উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপিও দেওয়া হয়।
মানববন্ধনে অংশ নেওয়া সত্যজিৎ মন্ডল, জামাল হোসেন, এনামুল সরদার, এরশাদুজ্জামান সেলিমসহ অনেকে বলেন, ‘বিভিন্ন ব্যাংক ও এনজিওর কাছে চড়া সুদে লোন নিয়ে মৎস্য ও কৃষি চাষ করেছিলাম। কিন্তু হঠাৎ ঘূর্ণিঝড় রেমালে লন্ডভন্ড হয়ে যায় সব। রেমালের প্রভাবে পানিতে তলিয়ে যায় কয়েক তিন হাজেরর বেশি মাছের ঘের, ফসলি জমি পানিতে ভেসে যায়। একই সাথে তাদের ব্যবসা প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়। এ অবস্থায় চরম দুর্দশার কথা চিন্তা করে ব্যাংক ও এনজিওর ঋণের কিস্তি ছয় মাস স্থগিতের দাবি করেছি।’ এছাড়া তারা লোন নেওয়া টাকার সুদও মওকুফেরও দাবি জানান।
পরে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষক ও মাছ চাষিদের দাবির প্রতি একাত্ততা প্রকাশ করে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, পৌরসভার কাউন্সিলর মো. শরিফুল ইসলাম, সরোয়ার হোসেন ও সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকরাম ইজারদার।
পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে স্মারকলিপি দেন।
সারাবাংলা/এমও
এনজিও সংস্থা ক্ষতিগ্রস্ত ঘূর্ণিঝড় রেমাল টপ নিউজ রেমাল সুদ মওকুফ