Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়াবা কেনার টাকা না পেয়ে মাকে খুন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৪ ০১:১৯ | আপডেট: ৩ জুন ২০২৪ ০১:২৮

মাকে হত্যার অভিযোগে আটক ওমর ফারুক। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে মাকে এলোপাতাড়ি কুপিয়ে খুনের এক ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ছেলেকে আটক করেছে। নেশাগ্রস্ত সন্তান ইয়াবা কেনার টাকা না পেয়ে মাকে খুন করেছে বলে পুলিশ জানিয়েছে।

রোববার (২ জুন) রাত সাড়ে ১০টার দিকে নগরীর পাহাড়তলী থানার ভেলুয়ার দিঘী এলাকায় এ ঘটেছে। নিহত রিনা আক্তার চন্দনা (৪০) গাড়িচালা আকতার হোসেনের স্ত্রী। তাদের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায়।

বিজ্ঞাপন

চট্টগ্রাম নগরীর ভেলুয়ার দিঘীর উত্তর পাশে একটি কলোনিতে তাদের ভাড়া বাসায় এ হত্যাকাণ্ড ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে ছেলে ওমর ফারুককে (২৩) আটক করে।

নগর পুলিশের সহকারী কমিশনার মঈনুর রহমান সারাবাংলাকে বলেন, ‘প্রাথমিক তথ্যে জানা গেছে, ওমর ফারুক মাদকাসক্ত। নিয়মিত ইয়াবা সেবন করে। আজ (রোববার) রাতে টাকার জন্য তার মাকে চাপ প্রয়োগ করে। টাকা না দেওয়ায় ঘরে থাকা বটি দিয়ে মাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই রিনা আক্তারের মৃত্যু হয়।’

এ ঘটনায় গ্রেফতার ওমর ফারুকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সহকারী পুলিশ কমিশনার মঈনুর রহমান জানান।

সারাবাংলা/আরডি/টিআর

ইয়াবায় আসক্ত টপ নিউজ মাকে খুন

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর