Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খেলতে গিয়ে মারামারি, প্রাণ গেল স্কুল ছাত্রের

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জুন ২০২৪ ২৩:৪১

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় খেলাধুলার সময় একদল কিশোরের মধ্যে মারামারিতে আহত হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (২ জুন) রাত ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. আরিফ (১৬) উপজেলার সারোয়াতলী ইউনিয়নের মো.জাকির হোসেনের ছেলে। সে স্থানীয় শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রোববার বিকেলে বাড়ির অদূরে বেঙ্গুরা এলাকায় খেলাধুলার সময় একদল কিশোরের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি হয়। মারধরে আহত আরিফকে রাস্তার পাশে ফেলে অন্যান্য কিশোরেরা চলে যায়।

আহত আরিফকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে চমেক হাসপাতালের পাঠানো হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক সারাবাংলাকে জানান, রাত ৯টার দিকে হাসপাতালে জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। বন্ধুদের মধ্যে মারামারিতে সে আহত হয়েছিল বলে তার বাবা জানিয়েছেন।

এদিকে, বোয়ালখালী থানা পুলিশ জড়িতদের ধরতে বেঙ্গুরা এলাকায় অভিযান শুরু করেছে। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসহাব উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। কী কারণে ঝগড়া-মারামারি হয়েছে সেটা আমরা খতিয়ে দেখছি। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।’

সারাবাংলা/আরডি/পিটিএম

টপ নিউজ নিহত মারামারি স্কুল ছাত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর