Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গরিবদের মাঝে কাপড় বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জুন ২০২৪ ২২:৪৯

ঢাকা: জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গরিবদের মাঝে কাপড় বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তরা পশ্চিম থানা বিএনপি।

রোববার (২ জুন) দুপুরে উত্তরার আরএমসি হাসপাতালের সামনে এ কাপড় বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু।

এর আগে, একই স্থানে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়। দোয়া-মাহফিলে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেজবাহ উদ্দিন খোকনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আলাউদ্দীন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা ১৮ আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন, স্থানীয় বিএনপি নেতা আজমল হুদা মিঠু, ফিরোজ আলম, ইমাম শরীফ বাবু, মো. আব্দুস ছামাদ, মো. মিলন মিয়া, ফেরদৌস মজুমদার মাসুম, মোস্তফা কামাল হৃদয়, মো. সোয়েব, মো. ইউসুফ আলী বিপু, মো. নুরুল ইসলাম প্রমুখ।

এ সময় রিয়াজুল ইসলাম রিজু নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘মনে রাখবেন আপনারা জিয়ার আদর্শের সৈনিক। জিয়ার সততা কিংবদন্তিতুল্য। তার সততা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশের জনগণের জন্য আপনাদের কাজ করতে হবে। তাহলেই জিয়াকে সত্যিকারের শ্রদ্ধা ও সন্মান জানানো হবে।’

সারাবাংলা/এজেড/পিটিএম

কাপড় বিতরণ জিয়ার মৃত্যুবার্ষিকী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর